লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

87

লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় মো. ইব্রাহিম (৩৩) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরের দিকে জেলা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন।  

দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম জেলার রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের কাশিমনগর গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে। তিনি জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইব্রাহিমের কাছ থেকে অস্ত্র উদ্ধারের মামলাটি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হওয়ায় আদালত তাকে এ সাজা দিয়েছেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৭ অক্টোবর সকালে রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়ন পরিষদের (ইউপি) পেছনে থাকা আমেনা পোল্ট্রি ফার্মে অভিযান চালায় জেলা গোয়েন্দা (ডিবি) শাখা পুলিশ। সেখান থেকে ইব্রাহিমকে আটক করে তারা। সে সময় তার কাছে থাকা বাজারের ব্যাগের ভেতর থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক জব্দ করা হয়। ওইদিন ডিবি পুলিশের সে সময়ের উপ-পরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় ইব্রাহিমকে আসামি করে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। ডিবি পুলিশের সে সময়ের আরেক এসআই টিপু সুলতান একই বছরের ৫ নভেম্বর আসামি ইব্রাহিমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.