চাটখিলে শেষ হলো ৪র্থ জাতীয় উন্নয়ন মেল

196

নোয়াখালীর চাটখিলে উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা শেষ হয়েছে।

শনিবার বিকেলে সমাপনী দিনে উপজেলা সভা কক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী।
উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা এল জি ই ডি ইঞ্জিনিয়ার শেখ মাহফুজুল হোসাইন, পৌরসভা প্যানেল মেয়র কাউন্সিলর আহসান হাবীব সমির, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি শারমিন আক্তার মেরী, নোয়াখালী জেলা যুবলীগ সদস্য রিয়াজ খান প্রমুখ।

শেষে মেলায় অংশগ্রহণকারী দপ্তরকে সন্মামনা পুরস্কার ও সেরা স্টলগুলোকে ক্রেস্ট প্রদান করা হয়। মেলায় প্রথম স্থান অর্জন করেন নোয়াখালী পল্লীবিদ্যুৎ সমিতি, দ্বিতীয় উপজেলা যুব উন্নয়ন ও তৃতীয় উপজেলা এলজিইডি।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের সকল কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সমাপনী এই অনুষ্ঠানমালার পরিসঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ফয়েজ আহম্মেদ।

আরও পড়ুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

টিটু খান বলেন আল-আমিনকে আমি অনেক বিশ্বাস করেছিলাম। কিন্তু সে আমার সাথে এভাবে প্রতারণা করে আমার টাকা পয়সা চুরি করে পালিয়ে যাবে, তা আমি কখনো কল্পনাও করিনি।

চাটখিলের সৌদি প্রবাসী ব্যবসায়ীর দোকান থেকে সাড়ে ১৫ লক্ষ টাকা চুরি

Comments are closed.