চাটখিলে বিআরডিবি’র বার্ষিক সাধারণ সভা
গতকাল বুধবার সকাল ১০টায় চাটখিল উপজেলার বিআরডিবি’র ৩৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিআরডিবি’র চাটখিল শাখার চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিআরডিবি নোয়াখালী জেলার উপ-পরিচালক আরিফুল হক। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রায়হানুল হারুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোকাব্বের হোসেন ভূঁইয়া প্রমুখ। বক্তারা আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
Comments are closed.