চাটখিলের নিজ এলাকায় বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন শিক্ষা সচিব

230

চাটখিল উপজেলার নিজ এলাকা রামনারায়নপুর উচ্চ বিদ্যালয়ের নতুন উধ্ব ভবনের উদ্বোধন করলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন। শনিবার বিকেলে এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সোহরাব হোসাইন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাবিবুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে জয় সুমন ও নুর আলম রুবেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহাকারী জাহাঙ্গীর আলম,চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোঃ হানজালা, উপ-পরিচালক ড. গোলাম মাওলা আজাদ বুলবুল। সভায় প্রধান অতিথির বক্তব্যে সোহরাব হোসাইন ছাত্র-ছাত্রীদের দেশ প্রেমে উজ্জিবিত হয়ে লেখা পড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, প্রধান শিক্ষক নোমান সিদ্দিকী, ছাত্রনেতা রবিন পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ইউএনও রায়হানুল হারুন, মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী,নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারমান চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন,জেলা যুবলীগের নেতা বেলায়েত হোসেন, রামনারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ বাহার,স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আজাদ ও বাচ্চু প্রমূখ।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.