চাটখিলের নিজ এলাকায় বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন শিক্ষা সচিব

196

চাটখিল উপজেলার নিজ এলাকা রামনারায়নপুর উচ্চ বিদ্যালয়ের নতুন উধ্ব ভবনের উদ্বোধন করলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন। শনিবার বিকেলে এ উপলক্ষে বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ সোহরাব হোসাইন। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি হাবিবুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে জয় সুমন ও নুর আলম রুবেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহাকারী জাহাঙ্গীর আলম,চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোঃ হানজালা, উপ-পরিচালক ড. গোলাম মাওলা আজাদ বুলবুল। সভায় প্রধান অতিথির বক্তব্যে সোহরাব হোসাইন ছাত্র-ছাত্রীদের দেশ প্রেমে উজ্জিবিত হয়ে লেখা পড়ায় মনোযোগী হওয়ার আহবান জানান।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম চৌধুরী, প্রধান শিক্ষক নোমান সিদ্দিকী, ছাত্রনেতা রবিন পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ইউএনও রায়হানুল হারুন, মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী,নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারমান চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন,জেলা যুবলীগের নেতা বেলায়েত হোসেন, রামনারায়নপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ বাহার,স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আজাদ ও বাচ্চু প্রমূখ।

আরও পড়ুন

সভাপতির বক্তব্যে শ্রী শ্রী গৌর নিতাই সেবাশ্রমের সভাপতি উষা রঞ্জন পাল বলেন, 'বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি পুরোটাই বদলে গেছে।

চাটখিলে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

সভায় সদস্যরা উপজেলা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে গঠনতন্ত্র সংশোধনের জন্য তাগিদ দেন। তারা বলেন, জাতীয় প্রেসক্লাবের গঠনতন্ত্রের সাথে গুরুত্বপূর্ণ বিষয়গুলি মিল রেখে উপজেলা প্রেসক্লাবের গঠনতন্ত্রে সংশোধনী আনতে হবে।

চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট।

চাটখিলে বন্যা পরিস্থিতির অবনতি,ভোগান্তিতে সাধারণ মানুষ

দাখিল পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিল চাটখিল কামিল মাদ্রাসা।

চাটখিলে দাখিল পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

Comments are closed.