চাটখিলের খিলপাড়া বাজারে সাংসদ এইচ এম ইব্রাহিমের নেতৃত্বে গণমিছিলে জনতার ঢল

415

নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের নেতৃত্বে চাটখিল উপজেলার খিলপাড়া বাজারে অনুষ্ঠিত গণমিছিলে জনতার ঢল নেমেছে যেনো।
শুক্রবার বিকালে অনুষ্ঠিত এই গণমিছিল খিলপাড়া বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে শুরু হয়ে বাজার পদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। মিছিল পূর্ব সমাবেশে সাংসদ বলেন, ‘ আমার বাবার রেখে যাওয়া সব সম্পদ এবং আমাদের পরিবারের সকল সম্পত্তি জনগণের কল্যাণে ষ্টাস্টভুক্ত করে দিয়েছি।’
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন সমগ্র বিশ্বের তৃতীয় সৎ প্রধানমন্ত্রী। এমন নেতার একজন ক্ষুদে কর্মী হিসাবে আমরা কোন দুর্নীতি করতে পারি না।
এছাড়া তিনি গণসংযোগ, উঠান বৈঠক, রাস্তার উদ্বোধন, ঘূর্ণিঝড় আশ্রয় প্রকল্প, বিদ্যুৎ প্রকল্প, বিদ্যালয়ের ভবন উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেন।এসময় উপস্থিত ছিলেন চাটখিল কলেজের সাবেক ভিপি নিজাম উদ্দিন, চাটখিল উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ত্রাণ ও দুযোর্গ বিষয়ক সম্পাদক ইব্রাহিম খলিল বাবুল, খিলপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, জেলা পরিষদের সদস্য মাসুদুর রহমান শিপন, জেলা পরিষদের মহিলা সদস্য নারগিস আক্তার নাজমা, চাটখিল উপজেলা যুবলীগের আহবায়ক বেলায়েত হোসেন, খিলপাড়া ইউপি আওয়ামী লীগের সভাপতি মির হোসেন মিরন, যুগ্ম-সাধারণ সস্পাদক আলহাজ মামুনুর রশিদ (ম্যাক্স মামুন) ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক ছালাউদ্দিন সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.