কোম্পানিগঞ্জের মাসুদের বিরুদ্ধে বিদেশ পাঠানোর নামে মোটা অংকের টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

259

নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চর হাজারী গ্রামের রহমত উল্যাহর ছেলে আবদুল্লাহ মাসুদ ইউরোপের অংশজুড়ে অবস্থিত সারবিয়া পাঠানোর কথা বলে বিভিন্ন লোক থেকে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে।
জানা যায়, অভিযুক্তকারী মাসুদ ঢাকায় একটা অফিস ভাড়া নিয়ে বিদেশে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন লোক থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। পরে কালক্ষেপণ করে তাঁদের বিদেশ না পাঠিয়ে ঢাকায় অবস্থিত অফিস ছেড়ে উধাও হয়ে যায়। তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ পাওয়া যায়।
ভুক্তভোগি ঢাকার কেরানীগঞ্জের পার ভান্ডারিয়া মিরের চর এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে মো. মহাসিন খান জানান, প্রতারক মাসুদ প্রায় ছয় মাস আগে আমাকে সারবিয়া নেওয়ার জন্য ৬ লক্ষ টাকা চুক্তি করে। প্রথম কিস্তিতে আমি তাকে ৫০ হাজার টাকা দেয়। পরে সে বাকি টাকা চাইলে আমি বিদেশ নেওয়ার জন্য বললে, সে তার অফিস ত্যাগ করে উধাও হয়ে যায়। কোনভাবেই তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমরা ভুক্তভোগি লোকজন স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
অভিযুক্তকারী মাসুদের সাথে যোগাযোগের জন্য তার ব্যবহৃত নম্বর ০১৮৩১৫৫২৯৭৩ বারবার কল করে বন্ধ পাওয়া যায়। ফলে তার মতামত নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন

চাটখিলে কর্মরত সাংবাদিকদের নিন্দা ও প্রতিবাদ।

চাটখিলে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা- সাংবাদিক লাঞ্ছিত

তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

চাটখিলো স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষপান, স্ত্রীর মৃত্যু

মিছিলে সাইমুম শিল্পগোষ্ঠীর সাবেক সঙ্গীত পরিচালক দিদারুল ইসলাম, সাবেক সহকারী পরিচালক একে জিলানী ও শিল্পী ওমর ফারুকসহ দেশের বিখ্যাত কয়েকজন ইসলামিক সংগীতশিল্পী অংশগ্রহণ করেন৷

চাটখিলে সুলতানী আমলের রীতিতে ঈদ মিছিল

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

Comments are closed.