কোম্পানিগঞ্জের মাসুদের বিরুদ্ধে বিদেশ পাঠানোর নামে মোটা অংকের টাকা নিয়ে প্রতারণার অভিযোগ

251

নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার চর হাজারী গ্রামের রহমত উল্যাহর ছেলে আবদুল্লাহ মাসুদ ইউরোপের অংশজুড়ে অবস্থিত সারবিয়া পাঠানোর কথা বলে বিভিন্ন লোক থেকে টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে।
জানা যায়, অভিযুক্তকারী মাসুদ ঢাকায় একটা অফিস ভাড়া নিয়ে বিদেশে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন লোক থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। পরে কালক্ষেপণ করে তাঁদের বিদেশ না পাঠিয়ে ঢাকায় অবস্থিত অফিস ছেড়ে উধাও হয়ে যায়। তার ব্যবহৃত মোবাইল নাম্বারটিও বন্ধ পাওয়া যায়।
ভুক্তভোগি ঢাকার কেরানীগঞ্জের পার ভান্ডারিয়া মিরের চর এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে মো. মহাসিন খান জানান, প্রতারক মাসুদ প্রায় ছয় মাস আগে আমাকে সারবিয়া নেওয়ার জন্য ৬ লক্ষ টাকা চুক্তি করে। প্রথম কিস্তিতে আমি তাকে ৫০ হাজার টাকা দেয়। পরে সে বাকি টাকা চাইলে আমি বিদেশ নেওয়ার জন্য বললে, সে তার অফিস ত্যাগ করে উধাও হয়ে যায়। কোনভাবেই তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় আমরা ভুক্তভোগি লোকজন স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
অভিযুক্তকারী মাসুদের সাথে যোগাযোগের জন্য তার ব্যবহৃত নম্বর ০১৮৩১৫৫২৯৭৩ বারবার কল করে বন্ধ পাওয়া যায়। ফলে তার মতামত নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন

মো: জসিম উদ্দিন বলেন, আমি এ গ্রামেরই সন্তান তাই যেকোনো দুর্যোগ মুহূর্তে আমি আমার সামর্থ্য অনুযায়ী গ্রামের মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি।

চাটখিলে শিল্পপতি জসিম উদ্দিনের কম্বল বিতরণ

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, আমরা চাই বাংলাদেশের সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক।

আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্র ফিরে আসুক: ব্যারিস্টার খোকন

চাটখিল উপজেলা জামায়াতের উদ্যোগে চাটখিল পৌরবাজারের আজিজ সুপার মার্কেট প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

চাটখিলে পল্টন ট্রাজেডি উপলক্ষে জামায়াতের বিশাল সভা

অভিযান শেষে যারা পুনরায় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করেছে ছবি দেখে সনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটখিলে পুনরায় রাস্তা ও ফুটপাথ দখল উচ্ছেদ অভিযান ও বাজার মনিটরিং

প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান কামরুল বলেন, 'মিঠু স্যার দীর্ঘদিন থেকে এখানে শিক্ষকতা করছেন। উনার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ অতীতে আমরা কখনো শুনিনি।

চাটখিলে শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, অবরুদ্ধ প্রধান শিক্ষক

Comments are closed.