ইসির চেহারা উন্মোচিত হচ্ছে : রিজভী
নির্বাচনের সময় যতো ঘনিয়ে আসছে কমিশনের আওয়ামী চেহারা ততো উন্মোচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, নুরুল হুদার কমিশন আওয়ামী লীগ নেতার ন্যায় কাজ করছে। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, এইচটি ইমাম সরকারের সকল অপকর্মের হোতা। ছেলে তানভীর ইমামকে দিয়ে উল্লাহপাড়ায় তাণ্ডব চালাচ্ছে। নুরুল হুদা কমিশন আওয়ামী লীগ নেতার ন্যায় কাজ করছেন। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড করছে না। রেজা কিবরিয়ার মনোনয়ন পত্র ৫ হাজার টাকার জন্য বাতিল হলেও এককোটি টাকা ঋণ থাকলেও মাহি বি চৌধুরির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ইসি সচিব নিজের নিরাপত্তা দাবি করলেও জনগণের নিরাপত্তা নিয়ে ভাবছেন কিনা প্রশ্ন।
তিনি বলেন, ইসি সচিব নিজের নিরাপত্তা দাবি করলেও জনগনের নিরাপত্তা নিয়ে ভাবছেন কিনা প্রশ্ন। জনপ্রশাসন ও পুলিশে নৈতিক কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ এখনও আছে আশা প্রকাশ।
তরুণ ভোটাররা ভোট দিয়ে জালিম শাহীর পতন ঘটাবে উল্লেখ করে তিনি বলেন, ২০১৪ সালের মতো একতরফা নির্বাচন করতে ও বিএনপিকে নির্বাচন থেকে সরিয়ে দিতে পুলিশকে ব্যবহার করা হচ্ছে। নির্বাচন কমিশনের কোমরে সরকারি তাণ্ডবে বাধা দেয়ার জোড় নেই বলেও মন্তব্য করেন রিজভী।
Comments are closed.