
অনলাইন স্টক ব্রোকারেজ ‘০১ লিমিটেড’
বিএসইসি’র অনুমোদন সাপেক্ষে আগামী জানুয়ারি থেকে ট্রেড শুরুর ব্যাপারে আশাবাদী ‘০১ লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল ইসলাম।
রোববার (২৫ নভেম্বর) বিকেলে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার আনুষ্ঠানিকভাবে ’০১ লিমিটেড’র ট্রেক হস্তান্তর করেন।
মো. সামছুল ইসলাম বাংলানিউজকে বলেন, আমাদের ব্রোকারেজ হাউসে প্রধান কার্যালয় ছাড়া আর কোনো অফিস থাকবে না। পুঁজিবাজারের বিনিয়োগকারীরা স্মার্ট ফোনের মাধ্যমে বিও অ্যাকাউন্ট খোলা, টাকা জমা দেওয়া, টাকা উত্তোলন, স্টেটমেন্ট দেখা, মার্কেট অ্যানালাইসিস, শেয়ার কেনা-বেচা সবই করবেন। গতানুগতিক ম্যানুয়েল টার্মিনালে ট্রেড করার সুযোগ রাখা হবে না। সম্পূর্ণ দেশি ডেভেলপারদের তৈরি সফটওয়্যারের মাধ্যমে সব কিছু করা হবে।
তিনি জানান, আমরা গ্রাহকদের ২৪ ঘণ্টা অনলাইনে সেবা দেব। টেক্সট/ভিডিও চ্যাট, হোয়াটসঅ্যাপ, ভাইবার, ফেসবুক, ইমেইল, ফোন কল ইত্যাদি চালু থাকবে ইনভেস্টর কেয়ার সার্ভিসে। রেজিস্টার্ড অফিস ছাড়া আর কোনো অফিস এবং অতিরিক্ত অথরাইজড ট্রেডারের দরকার না হওয়ায় আমাদের পরিচালন খরচ হবে কম। তাই কম খরচে গ্রাহকদের উন্নত সেবা দিতে পারব। বিশ্বের যেকোনো জায়গা থেকে গ্রাহকরা অনলাইনে ট্রেড করতে পারবেন।
মো. সামছুল ইসলাম এক প্রশ্নের উত্তরে বলেন, আমরা সব কিছু বিএসইসির আইন মেনে করবো। আমরা চাই সম্পূর্ণ পেপারলেস প্রতিষ্ঠান করতে। কিন্তু আইনি বাধ্যবাধকতায় হয়তো প্রাথমিক পর্যায়ে কিছু পেপার ওয়ার্ক থাকতে পারে।