এপেক্সক্লাব নোয়াখালীর বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত 

184
ছবি – (বাঁ থেকে) সভাপতি ও সম্পাদক।

এপেক্স ক্লাব অব নোয়াখালীর বার্ষিক সাধারণ সভায় ও ২০১৯ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো.আলমগীর সেক্রেটারী এন্ড ডিএন এডিটর  এপেক্সিয়ান আহমেদ উল্ল্যাহ পারভেজ নির্বাচিত হয়।

নোয়াখালী সুপার মার্কেটের ফুড পেস্তা হল রুমে এপেক্স ক্লাব অব নোয়াখালীর প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোস্তাফিজুর রহমান পলাশের সভাপতিত্বে সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্টেট এপেক্সিয়ান মো.শোয়েব উদ্দিন খান, এপেক্স বাংলাদেশের অতীত জাতীয় কর্মপরিকল্পনা পরিচালক(আইএনএডি) ,আইপিডিজি-৮,নোয়াখালী ক্লাবের অতীত সভাপতি এপেক্সিয়ান অধ্যাপক নিজাম উদ্দিন পিন্টু,এসময় আরো উপস্থিত ছিলেন অতীত জাতীয় সম্প্রসারণ পরিচালক (আইএনইডি)ও নোয়াখালী ক্লাবের অতীত সভাপতি এপেক্সিয়ান সাইফুল্যাহ কামরুল, জেলা-৮ গর্ভণর এপেক্সিয়ান মোনাব্বর হোসেন সেলিম, জেলা-৮ সেক্রেটারী এপেক্সিয়ান মাহমুদুল হাসান পাশা , ন্যাশনাল অফিসিয়াল ও অবজারভার এপেক্সিয়ান মো.মিজানুর রহমান,এপেক্স ক্লাব অব মেঘনার প্রতিষ্ঠাতা সভাপতি সিরাজ উদ্দিন সাহীন,সদ্য অতীত সভাপতি আক্তার উদ্দিন,এপেক্স ক্লাব অব বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ক্লাবের অতীত সভাপতি ডা.শরীফ, সদ্য অতীত সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এপেক্স ক্লাব অব নোয়াখালীর নির্বাচনে প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো.আলমগীর,সেক্রেটারী এন্ড ডি এন এডিটর এপেক্সিয়ান আহমেদ উল্ল্যা পারভেজ নির্বাচিত হয়। এছাড়া সিনিয়র সহসভাপতি এপেক্সিয়ান ইকবাল সিরাজী, জুনিয়র সহসভাপতি এপেক্সিয়ান আলা উদ্দিন সোহেল,আইপিপি এন্ড এক্সপেনশান ডিরেক্টর এপেক্সিয়ান শাহিনুর রহমান, ট্রেজারার এপেক্সিয়ান নজরুল ইসলাম, সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মহিদুল হক, মেম্বারশিপ এন্ড এটেন্টডেন্ট ডিরেক্টর এপেক্সিয়ান মুজাহিদুল ইসলাম সোহেল, ফেলোশিপ এন্ড পাবলিক রিলেশান ডিরেক্টর এপেক্সিয়ান দিবাশ্রী ভট্ট,পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেক্সিয়ান ইব্রাহিম খলিল উল্যাহ কচি এবং সার্জেন্ট এ্যাট আর্মস এপেক্সিয়ান নাজিম উদ্দিন নির্বাচিত হয়।
বার্ষিক সাধারণ সভায় এপেক্স ক্লাব অব নোয়াখালীর ২০১৭ সালের কার্যবিবরণীর রির্পোট পেশ করেন এপে.মোস্তাফিজুর রহমানপলাশ। রির্পোট অনুমোদনের পর ২০১৮ সালের ক্লাব প্রেসিডেন্ট ও সেক্রেটারী এন্ড ডিএনই রিপোর্ট পেশ করা হয় । ক্লাবের ২০১৯ সালের বাজেট পেশ করেন এপে.আহমেদ উল্লা পারভেজ। বাজেটে সাধারণ খাতে ব্যয় ধরা হয় ৫লক্ষ  ৯৯হাজার ৮শত টাকা এবং সেবা খাতে ৮লক্ষ ৪৯হাজার ৮শত টাকা ব্যয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়। রিপোর্ট পাশের পর ২০১৯ সালের নির্বাচন অনুষ্ঠিত হয় ।
আগামী ১ জানুয়ারী ২০১৯ থেকে নতুন কমিটি এপেক্স ক্লাব অব নোয়াখালীর দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.