লক্ষ্মীপুরে যৌতুকের জন্য গৃহবধুকে নির্যাতন করলো সেনা সদস্য

97

লক্ষ্মীপুরে যৌতুকের ১০ লাখ টাকা এনে না দেওয়ায় সোহাগী আক্তার (২৪) নামে এক গৃহবধুকে মারধর ও নির্যাতন করার অভিযোগ উঠেছে এক সেনা সদস্যে বিরুদ্ধে। শনিবার সকালে পৌর শহরের বাঞ্চানগর গ্রামের রেহান উদ্দিন ভূঁইয়া সড়কের ওয়াছ মিয়া মিঝি বাড়ি সংলগ্ন পারভীন ভিলা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত সেনা সদস্যের নাম কামরুল হাসান জুয়েল। তার পিতার নাম আবুল বাসার। তিনি বাংলাদেশ সেনা বাহিনীর ঢাকা গাজীপুর ক্যাম্পের একজন সৈনিক (ব্যাচ নং- ৫২১৩৫৩, সেনা নং-৪০৪২৫৫৬)।
আহত গৃহবধুর স্বজন সূত্রে জানা যায়, সদর উপজেলার চর রুহিতা গ্রামের বাদশা মিয়ার মেয়ে সোহাগী আক্তার। ২০১৬ সালে পৌর শহরের বাঞ্চানগর গ্রামের আবুল বাসারের ছেলে (সেনা সদস্য) জুয়েলের সাথে তার পারিবারিক ভাবে বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে ২ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। তবে বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন ১০ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দেয় গৃহবধুকে। এনিয়ে প্রতিনিয়তই সেনা সদস্য জুয়েল ছুটিতে বাড়িতে এলেই গৃহবধুকে মারধর ও নির্যাতন করতো। ঘটরদিন শুক্রবার রাতে ওই গৃহবধুকে বাড়ির ছাদে ডেকে নিয়ে বাবার বাড়ি থেকে ১০লক্ষ টাকা ও একটি ফ্রিজ কিনে আনার জন্য বলে সে। এসময় টাকা আনতে অপারগতা প্রকাশ করলে গৃহবধুকে মারধর ও শারীরীক নির্যাতন করে গুরুত্বর আহত করে। পরে খবর পেয়ে গৃহবধুর স্বজনরা স্বামীর বাড়ি থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে আহত গৃহবধু সোহাগী বলেন, গরীব ঘরে জন্মেছি এটাই কি অপরাধ? প্রতিনিয়তই টাকার জন্য স্বামী ও শাশুড়িরর হাতে মারধর ও নির্যাতনের শিকার হতে হয়। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবী করেন তিনি।

জানতে চাইলে অভিযুক্ত সেনা সদস্য কামরুল হাসান জুয়েল যৌতুকের বিষয় অস্বীকার করে বলেন, বাসায় সোহাগী নিজের ইচ্ছে মত চলে। কারো কথা শুনে না। তাই ১-২টা চোড় মেরে শাসন করেছি। যৌতুক চাওয়ার তো প্রশ্নই আসে না।

এ ব্যাপারে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থান নেওয়া হবে।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.