রায়পুরে ইউপি উপনির্বাচন: আওয়ামী লীগের তিন ও বিএনপি’র একক প্রার্থী মাঠে

83

লক্ষ্মীপুরের রায়পুরে ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে শুধু সংশ্লিষ্ট ইউনিয়নই নয়, উপজেলার সর্বত্রই এর গুঞ্জন শোনা যাচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়নে মাঠে রয়েছে আওয়ামী লীগের তিন প্রার্থী ও বিএনপির এক প্রার্থী। উপনির্বাচনে জয়ী হওয়া চেয়ারম্যান মাত্র ৬ মাস দায়িত্ব পালন করতে পারবেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কেরোয়া ইউপি পরিষদে আ’লীগের বর্ধিত সভায় উপজেলা ও ইউনিয়নের সকল নেতা ও প্রার্থীদের উপস্থিতিতে সাবেক চেয়ারম্যান শাহজাহান কামালের স্ত্রীকে চেয়ারম্যান পদে ভোটের মাধ্যমে দল থেকে মনোনয়নের সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৬ থেকে ২৩ সেপ্টেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তার সংশ্লিষ্ট কার্যালয় থেকে মনোনয়নপত্র গ্রহণ ও দাখিল, ২৬ সেপ্টেম্বর বাছাই, ৩ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার ও ২০ অক্টোবর ভোটগ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নির্বাচনী-মাঠে রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রয়াত ইউপি চেয়ারম্যান শাহজাহান কামালের স্ত্রী শাহিনুর বেগম রেখা। শাহজাহান কামাল গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী ছিলেন ও প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে জামায়াতের প্রার্থী মোঃ ইউনুসকে হারিয়ে বিজয়ী হন। জেলা যুবলীগের সহ-সভাপতি বায়েজিদ ভুঁইয়া, ইউপি সদস্য আরিফ হোসেন, প্যানেল চেয়ারম্যান (২) শিপন মোল্লা মনোনয়ন পেতে স্থানীয় ও জেলা পর্যায়ের নেতাদের ধরনা ধরছেন।

অপরদিকে- বিএনপির একক প্রার্থী হিসেবে দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম সরকার রয়েছেন মাঠে । তিনি গত ওই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

উল্লেখ্য, এ ইউনিয়নে ২০১৭ সালের মে’র প্রথম সপ্তাহে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হওয়া চেয়ারম্যান শাহজাহান কামাল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৪ জুলাই ঢাকার একটি হাসপাতালের করোনা ইউনিটে মারা যান। তার মৃত্যুত এ ইউনিয়নে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। উপনির্বাচনে জয়ী হওয়া চেয়ারম্যান মাত্র ৬ মাস দায়িত্ব পালন করতে পারবেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.