মোশারফ হোসেন নিপুর স্মরণে দোয়া ও আলোচনা অনুষ্ঠান

106

গত 7 এপ্রিল বিকাল চারটায় জাতীয় প্রেসক্লাব অডিটোরিয়ামে ‘চাটখিল পাঁচগাও সরকারি কলেজ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ’ এর সাংগঠনিক সম্পাদক মরহুম মো. মোশারফ হোসেন নিপুর স্মরণে সংগঠনের উদ্যোগে এক মিলাদ-দোয়া ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে নিপুর সংক্ষিপ্ত অথচ বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে তার সাংগঠনিক দক্ষতা, বিচক্ষণতা, ন্যায়পরায়ণতার কথা তুলে ধরেন। নিপুর পরিবারের সাহায্যে চাটখিল কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদেরকে এগিয়ে আসার আহবান জানান অনেকেই।
সদালাপী, মিষ্টভাষী নিপুর জীবনের কথা বলতে গিয়ে অনেকেরই অশ্রুসজল চোখের জল গড়িয়ে পড়তে দেখা যার। সভাকক্ষে তখন ছিল পিনপতন নীরবতা।
সংগঠনের সভাপতি মোহাম্মদ সর্দারে আলম সুলীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচলায় সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আরিফ মাসুদ চৌধুরী, সহসভাপতি মো.গোলাম মোস্তফা সেলিম, সহসভাপতি সামছুদ্দিন ভূঁইয়া, মো. সেলিম, ইমাম হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন মৃধা, মো. নিজাম উদ্দিন, জহির আব্বাস চৌধুরী মিলন, মোয়াজ্জেম হোসেন বেলাল, মোজাম্মেল হক রতনসহ আরো অনেকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন একে সিদ্দিকী মিলন এবং সফিকুর রহমান চুট্টু।
দোয়া পরিচালনা করেন অ্যাডভোকেট মো. হাসান ইমাম।
উক্ত অনুষ্ঠানে নিপুর সহধর্মিণী মিসেস শিখা হোসেন ও তার সন্তানরাও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ১৫ নভেম্বর তারিখে মোশারফ হোসেন নিপু হার্টঅ্যাটাক করে অসময়ে ইহলোক ত্যাগ করেন।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.