মুশফিক-মুমিনুলের ‘আবেগী’ কথা বোঝেননি হাথুরু

116

সিলেট টেস্ট তখন শেষ হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান থেকে ফিরেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এর কিছুক্ষণ পরই বাংলাদেশের ড্রেসিংরুম থেকে ভেসে এসেছে চিৎকার। বুঝতে কষ্ট হওয়ার কথা নয়, জয়ের উদযাপনই করছিলেন তারা। যেকোনো বিচারেই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় দেশের ক্রিকেটের জন্য বড় ব্যাপার।  

 

সেটি সিলেটে আরও একবার করে দেখিয়েছে বাংলাদেশ। এমন দুর্দান্ত জয়ের পরও মাঠের উদযাপন অবশ্য ছিল সীমিত। বাংলাদেশকে এখন হাতছানি দিচ্ছে আরও বড় প্রাপ্তি। মিরপুরে বুধবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে জয় বা ড্র এলেই সিরিজ জিতবে বাংলাদেশ।

এর আগে সিলেট টেস্টের পরই এই ম্যাচের দিকে ইঙ্গিত করে অধিনায়ক শান্ত জানিয়েছিলেন, অর্ধেক কাজ হয়েছে তাদের। প্রথম ম্যাচ জয়ের পর ক্রিকেটাররা আত্মতুষ্টিতে ভুগছেন কি না এমন প্রশ্ন আসে মঙ্গলবার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলনে।

উত্তরে তিনি বলেন, ‘আমি দলের মধ্যে কোনো আত্মতুষ্টি দেখি না। যদি তেমন কিছু দেখি, আমি নিজে গিয়ে কথা বলবো। গতকাল ড্রেসিংরুমের ভেতরে আমাদের ভালো কথাবার্তা হয়েছে। মুশি (মুশফিকুর রহিম) ও মুমিনুলের (হক) মতো শক্তিশালী ও অভিজ্ঞ নেতারা খুব আবেগী হয়ে কথা বলেছে। তারা বাংলা বলেছে, তাই আমি বুঝতে পারিনি। ড্রেসিংরুমে কোনো আত্মতুষ্টি নেই। ’

সিলেটে প্রথম ইনিংসে ২ ‍উইকেট হারিয়ে ১৮০ রান করে ফেলেছিল বাংলাদেশ। কিন্তু পরে তারা অলআউট হয়ে যায় ৩১০ রানে। প্রশ্নবিদ্ধ হয় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মারমুখী ব্যাটিং। এ নিয়েও প্রশ্ন হয়েছিল হাথুরুর সংবাদ সম্মেলনে।

এ নিয়ে তিনি বলেন, ‘আমাদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং গুরুত্বপূর্ণ ছিল ম্যাচ জেতার জন্য। আমাদের ৯০ রানের বেশির দুটি জুটি ছিল, দুটিতেই মুমিনুলও ছিল। আমরা প্রথম ইনিংসে আরেকটু বেশি রান করতে পারতাম, কিন্তু আমরা উইকেট ভালো থাকতে নির্দিষ্ট একটি এপ্রোচে যাওয়ার সিদ্ধান্ত নেই। ’

‘আপনি যখন এভাবে এপ্রোচ করবেন, তখন কিছু জিনিস আপনার দিকে যেতে পারে। কখনো কখনো এটা আপনার বিপক্ষেও যেতে পারে। আমরা কন্ডিশন ও পরিকল্পনা অনুযায়ী খেলেছি। আমি দুই ইনিংসের পারফরম্যান্স নিয়েই খুশি। ’

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.