বদলকোট ইউনিয়নের মুন্সী বাড়িতে প্রতিপক্ষের হামলায় আহত সাজুদা চাটখিল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি

179

শালিস বৈঠকে মিমাংসার পরও চাটখিলে ইউপি চেয়ারম্যানের রায়কে উপেক্ষা করে সাজুদা বেগম নামের ৫৫ বছর বয়সি বৃদ্ধার উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে চাটখিল উপজেলার ৪নং বদলকোট ইউনিয়নের হীরাপুর গ্রামের জালালুদ্দিন মুন্সি বাড়িতে। হামলায় মারাত্নক আহত সাজুদা বেগমকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সাজুদা বেগমের পরিবার জানান, গত দুইমাস পূর্বে মিথ্যা অভিযোগ দিয়ে তাদের বাড়ির এমরান হোসেন এবং তার পরিবার তাদের উপর সন্ত্রাসী হামলা করে এবং পরে গ্রাম্য আদালতে অভিযোগ করে গত ১২ ডিসেম্বর গ্রাম্য শালিশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলায়মান শেখ উভয় পক্ষকে মিলিয়ে দেয়। শুক্রবার পুনরায় শহীদ উল্যাহ এবং তার ছোট ভাই এমরান হোসেন সাজুদা বেগমের উপর সন্ত্রাসী হামলা করে এতে সাজুদা বেগমের মাথা ফেটে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলে তারা চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করে দেন।

এই ব্যপারে বদলকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলাইমান শেখের সাথে যোগাযোগ করলে তিনি গ্রাম্য আদালতে উভয় পক্ষকে মিলিয়ে দোওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান এবং পুনরায় সাজুদা বেগমের উপর হামলার নিন্দা জানান।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.