ফেনীতে ভোটার তালিকা হালনাগাদ শুরু

45

ফেনী সদর উপজেলায় শুক্রবার (২০ মে) ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়েছে। ২০২৩ সালের নির্বাচন সামনে রেখে নির্ভুল ভোটার তালিকা হালনাগাদের জন্য এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এবারের কর্মসূচিতে ০১ জানুয়ারি ২০০৭ সালের পূর্বে যাদের জন্ম তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এক্ষেত্রে নারী ভোটারদের ভোটার হতে আগ্রহ কম থাকায় তাদের উদ্বুদ্ধ করতে স্ব-স্ব এলাকায় মাইকিং ও প্রচারণার ওপর জোর দিতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭৩ সাল থেকে বাংলাদেশে ভোটার তালিকা প্রণয়ন কার্যক্রম চলে আসছে। বর্তমান সরকার বায়োমেট্রিক পদ্ধতিতে ভোটার কার্ড চালু করেছে। এতে কেউ যদি দুইবার ভোটার হন তাহলে স্বয়ংক্রিয়ভাবে তার নাম তালিকা থেকে বাদ পড়ে যাবে।

ফেনী সদর উপজেলা নির্বাচন অফিসার মো. জসীম উদ্দিন বলেন, কোনোভাবেই যেন রোহিঙ্গারা ফেনীতে এসে ভোটার হতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। নির্ভুল ভোটার তালিকা তৈরিতে সবার সহযোগিতা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

প্রসঙ্গত, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্য সংগ্রহ চলবে ২০ মে থেকে ০৯ জুন পর্যন্ত। নিবন্ধন কার্যক্রম চলবে (ছবি উঠানো) ১১ জুন থেকে ১৭ আগস্ট ২০২২ পর্যন্ত। উপজেলার ১২টি ইউনিয়নে ১৬৫ জন তথ্য সংগ্রহকারী তথ্য সংগ্রহ করবেন।

ফেনী সদর উপজেলার ১২ ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা তিন লাখ ৮৯ হাজার ৮১ জন। সম্ভাব্য নতুন ভোটার তালিকায় মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ১৮১ জন হতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.