ফেনীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো উদ্বোধন

52

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ফেনীতে দুই লাখ ৩৫ হাজার ১০০ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। সারাদেশের ন্যায় শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে এ কার্যক্রম।

ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, জেলা সিভিল সার্জন হাসান শাহিরয়ার কবির। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিএমএ ফেনী জেলা শাখার সভাপতি ডা. সাহেদুল ইসলাম ভূইঁয়া কাউসার।

আরো উপস্থিত ছিলেন ফেনী সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, ফেনী পৌরসভার মেডিকেল অফিসার কৃষ্ণপদ সাহা, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার রুবাইয়াত বিন করিম, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সানজিদা আক্তার, ফেনী সিএস অফিসের স্বাস্থ্য শিক্ষা অফিসার সাইফুদ্দিন মো. চৌধুরী, বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মিজানুর রহমান।

ফেনী জেলা সিভিল সার্জন অফিস জানায়, ৬-১১ মাস বয়সী ২৬ হাজার ৯০০ জন, ১২-৫৯ মাস বয়সী দুই লাখ আট হাজার ২০০ জন শিশুকে টিকা খাওয়ানো হবে।

জেলায় ১১০৫টি অস্থায়ী ও ২৪টি ভ্রাম্যমাণ কেন্দ্রে ২০০ জন এফডাব্লিউও কর্মী, ১০৮ জন স্বাস্থ্য সহকারী, ৪২ জন এএইচআই, ১২ জন এইচআই, ছয়জন ভ্যাকসিনেটর, দুই হাজার ২৪২ জন স্বেচ্ছাসেবক এ সেবায় নিয়োজিত রয়েছে।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.