ফেনীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান!

121

ফেনীর ছাগলনাইয়া উপজেলা নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের সময় ২জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে । জেলা নির্বাচন অফিসসূত্র ও ছাগলনাইয়াা উপজেলা নির্বাচন কর্মকর্তা, সহকারি রিটার্নিং অফিসার জসীম উদ্দিন জানান, মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ের দিনে বুধবার (৬ মার্চ) চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এরা হলেন চেয়ারম্যান পদে প্রার্থী এডভোকেট শহীদ উল্যাহ, মোঃ আব্দুল হালিমের মনোনয়ন বাতিল হয়েছে। এর ফলে চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।

এছাড়া ,ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, পৌর আ‘লীগের সম্পাদক জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জোলেখা শিল্পি, নাছিমা আক্তার, আরমিনা ফেরদৌসের মনোনয়ন বৈধ হয়েছে। আগামী ৩১ মার্চ ৪র্থ ধাপে ছাগলনাইয়া উপজেলা নির্বাচন অনু্ষ্ঠিত হবে।

উল্লেখ্য, ০৫ মার্চ স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কাজী জাহেদ মোহাম্মদ গোলাম ফারুককে মারধর করে মনোনয়নপত্র ছিনতাই করেছে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। সম্ভাব্য এ প্রতিদ্বন্দ্বিকে ঠেকিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেজবাউল হায়দার চৌধুরী।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.