প্রধানমন্ত্রী জানতে চাইলেন মালেক উকিল মেডিকেল কলেজকে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণ হয়নি কেন?

318

করোনার সামগ্রিক পরিস্থিতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে আজ সকালে কথা বলা বলেছেন চট্টগ্রাম ও সিলেট বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে। নোয়াখালী সংশ্লিষ্ট কর্মকর্তাদের কথা বলার এক পর্যায়ে জেলা সিভিল সার্জন মাননীয় প্রধানমন্ত্রীকে জানান, নোয়াখালীর কোন হাসপাতালে সিসিইউ ও আইসিইউ নেই। নোয়াখালী জেনারেল হাসপাতাল ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল করে দেওয়া হলে এখানে আইসলিউশন বেড স্থাপন করা যেতে পারে। এক পর্যায়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেন, এ হাসপাতালটি অতি জরাজীর্ণ। এই পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী সিভিল সার্জনকে বলেন, আব্দুল মালেক মেডিকেল কলেজের সাথে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল হওয়ার কথা। তা হয়নি কেন? এসময় সিভিল সার্জন বা উপস্থিত জেলা কর্মকর্তারা প্রধানমন্ত্রীর এই প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেননি। এই সময় প্রধানমন্ত্রীর চেহারায় বিরক্তির ভাব লক্ষ্য করা যায়, এর আগে জেলা প্রশাসক তন্ময় দাস মাননীয় প্রধানমন্ত্রীকে জানান, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে অত্যাধুনিক মাইক্রোবায়োলজি ল্যাব রয়েছে, রয়েছে পর্যাপ্ত জনবল। এখানে যদি কোভিড-১৯ পরীক্ষার সুযোগ করে দেওয়া হয় তাহলে প্রবাসী অধ্যুষিত এই জেলার মহামারী ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে পারে। এর আগে প্রধানমন্ত্রী সিভিল সার্জনের কাছে জানতে চান, এই জেলায় কত জনের টেস্ট করা হয়েছে উত্তরে সিভিল সার্জন জানান, ১৯ জনের। এই ১৯ জনের কারোই পজিটিভ রেজাল্ট আসেনি। এতে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.