প্রতিবেশির লাঠির আঘাতে আহত প্রসূতি, ভ্রুন নষ্টের অভিযোগ

60

নোয়াখালীর হাতিয়ায় লাঠি দিয়ে পিটিয়ে নুসরাত আক্তার (৩০) নামের এক প্রসূতি নারীর ভ্রুন নষ্টের অভিযোগ উঠেছে আশরাফ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় আজ রোববার ভোরে স্বজনেরা ওই প্রসূতিকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেছেন। এরআগে শনিবার রাতে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। শনিবার বিকেলেই উপজেলার মোহাম্মদপুর গ্রামে তাঁকে পেটানোর ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মো. ফারুকের স্ত্রী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালেদ সাইফুল্যা ফয়সাল জানান, গতকাল রাতে নুসরাত আক্তারকে মুমূর্ষু অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অন্তঃসত্ত্বা হওয়ায় তাঁর আলট্রাসনোগ্রাফি করানো হয়। তাতে দেখা যায় তাঁর গর্ভে দুটি সন্তান রয়েছে। এর মধ্যে একটি নষ্ট হয়ে গেছে। এ ছাড়া তাঁর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে জেলার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

নুসরাত আক্তারের স্বামী ফারুক বলেন, বাড়িতে শুকনো পাতা কুড়ানোকে কেন্দ্র করে আমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় প্রতিবেশী আশরাফের পরিবারের লোকজনের। ঝগড়ার একপর্যায়ে আশরাফ হোসেন ও তাঁর দুই সন্তান লাঠি নিয়ে এসে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন আমার স্ত্রীকে। এতে অজ্ঞান হয়ে পড়লে প্রতিবেশীরা উদ্ধার করে ঘরে নিয়ে যায় তাঁকে।’

ফারুক আরও বলেন, ‘এই খবর পেয়ে বাজার থেকে এসে স্ত্রীকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাই। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে স্ত্রীকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাই। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি আছেন। স্ত্রীর চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় থানায় এখনো অভিযোগ করতে পারিনি। তবে মোবাইল ফোনে বিষয়টি পুলিশকে জানিয়েছি।’

এ নিয়ে জানতে চাইলে অভিযুক্ত আশরাফ বলেন, ‘বাড়ির মহিলাদের সঙ্গে গৃহবধূ নুসরাতের ঝগড়া হয়। সেই ঝগড়া থামাতে গিয়ে আমার সঙ্গে নুসরাতের হাতাহাতি হয়। তবে তাঁকে পেটানোর বিষয়টি সঠিক নয়।’

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এ নিয়ে এখনো লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.