নোয়াখালীতে ১০ ভরি স্বর্ণালংকারসহ ২ চোর আটক

72

নোয়াখালীর বেগমগঞ্জে চুরির ১২ ঘন্টার মধ্যে ১০ ভরি স্বর্ণালংকারসহ ২ চোরকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হচ্ছে-লক্ষীপুরের চর রহিতা গ্রামের ইসমাইল’র ছেলে রায়হান (১৬), একই গ্রামের ইব্রাহীম’র ছেলে তৌহিদ (২৩)।

এর আগে রোববার (২০ অক্টোবর) রাত ২টার দিকে চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ডের পানা মিয়া হাজী বাড়ির ব্যাংক ম্যানেজার আবুল কাসেম’র ঘরে এ চুরির ঘটনা ঘটে। এ সময় চোরের দল ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

পরে ভোরে নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন কে গণমাধ্যম কর্মীরা মৌখিক ভাবে বিষয়টি অবহিত করলে তাঁর দিকনির্দেশনায় বেগমগঞ্জ থানার নেতৃত্বে একদল পুলিশ চুরির ১২ ঘন্টার মধ্যে লক্ষীপুর জেলার সদর উপজেলার রসুলগঞ্জ গ্রামে অভিযান চালিয়ে চুরির মালামালসহ ২ চোরকে আটক করে।

ভুক্তভোগী গৃহকর্তা জানান, তাদের বাড়ির সাবেক কেয়ারটেকার রায়হান প্রথমে মাংস ও দুধ রান্নার সময় তাতে বিষ মিশিয়ে তাদেরকে হত্যা করে চুরির কৌশল অবলম্বন করে। কিন্ত আমরা ভাগ্যক্রমে বেঁচে যাই। পরে কেয়ারটেকার তার কাছে থাকা পুরনো ছাবি দিয়ে সিঁড়ি রুমের দরজা খুলে সাঙ্গপাঙ্গদের নিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চুরির এ ঘটনা ঘটায়।

এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার আলমগীর হোসেন স্বর্ণালংকার উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.