নোয়াখালীতে সাংবাদিক-পুলিশ প্রীতি ফুটবল ম্যাচ

63

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিক ও পুলিশ প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে পুলিশ প্রশাসনের উদ্যোগে জেলা পুলিশ লাইন ফুটবল মাঠে ম্যাচটি আয়োজন করা হয়।দ্বন্দীতাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচটিতে সাংবাদিক-পুলিশ দুই পক্ষই সমানতালে লড়াই করে। কোনো পক্ষই গোল করেত না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

খেলা শেষে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে সম্মাননা পুরষ্কার তুলে দেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহিম, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, হাতিয়া সার্কেলের পুলিশ সুপার ওমর ফারুক, জেলা ডিবির পুলিশ পরিদর্শক কামরুজ্জামান শিকদার।

এছাড়াও নোয়াখালী জেলায় কর্মরত সকল সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে এদিন বিভিন্ন স্থানে র্যালি, সচেতনতা মাইকিং, আলোচনাসভা, চিত্রাংকন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ প্রশাসন।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.