নোয়াখালীতে র‌্যাবের অভিযানে দুজন গ্রেপ্তার

28

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পৃথকস্থানে অভিযান চালিয়ে রিয়াদ হোসেন ও আলমগীর হোসেন নামে দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

 

শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত আসামিদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বেগমগঞ্জ উপজেলার ভবানি জীবনপুর গ্রামের রিয়াদ হোসেন ও বসন্তেরবাগ গ্রামের আলমগীর হোসেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার পৃথক স্থানে অভিযান চালানো হয়। অভিযানকালে ছয়ানী এলাকা থেকে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি রিয়াদ হোসেনকে গ্রেপ্তার করে হয়। পরে একই উপজেলার বসন্তেরবাগ এলাকায় অভিযান চালিয়ে বিষ্ফোরক দ্রব্য আইনে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ দুই আসামি গ্রেপ্তার এড়াতে র্দীঘদিন ধরে বিভিন্ন স্থানে পলাতক ছিলেন। এদের মধ্যে আলমগীরের বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, মাদক ও দাঙ্গাসহ বিভিন্ন ঘটনায় চারটি মামলা রয়েছে।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.