নোয়াখালীতে ফের কঠোর লকডাউন, করোনায় একজনের মৃত‍্যু

মৃত‍্যুর সংখ্যা দাঁড়াল ৩০ জনে। প্রশাসন জানিয়েছেন, ২৩ জুন পর্যন্ত কঠোরভাবে লকডাউন পালিত করা হবে।

178

নোয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে আরো ১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৬০ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৩০ জনের ও আক্রান্ত হয়েছে ১০৬৯ জন।

জেলার দুই উপজেলায় ফের কঠোরভাবে লকডাউন শুরু হয়েছে।
জেলা সিভিল সার্জন মোমিনুর রহমান বলেন, গত ৬ ও ৭ই জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যবে পাঠানো হয়েছে। ৮ জুন সোমবার রাতে পাওয়া রিপোর্ট এ তাদের করোনা পজিটিভ আসে।
এদিকে নোয়াখালীতে দিন দিন করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় নোয়াখালী সদর ও বেগমগঞ্জ উপজেলাকে ৯ জুন মঙ্গলবার সকাল ৬টা থেকে আগামী ২৩ জুন পর্যন্ত ফের কঠোরভাবে লকডাউন পালনের ঘোষণা দিয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে নোয়াখালী জেলা প্রশাসন।
 
আজ (মঙ্গলবার) সকাল থেকে সদর ও বেগমগঞ্জ উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে পুলিশ। চেকপোস্ট বসিয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছে পুলিশ। লকডাউন অমান্য করে রাস্তায় গাড়ী চলাচল করায় ইতোমধ্যে কয়েকটি যানবাহন আটক করেছে পুলিশ। তবে জরুরি সেবাগুলো এর আওতার বাইরে রয়েছে।

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার অফিসার্স ইনচার্জ মোঃ হারুন অর রশিদ চৌধুরী জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে ফের বেগমগঞ্জ ও সদর উপজেলায় লকডাউন শুরু হয়েছে। আগামী ১৫ দিন যাবত এ লকডাউন চলবে। লকডাউনকে সফল করার লক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ব পয়েন্ট এ আমাদের পুলিশ মোতায়েন করা আছে। লকডাউন চলাকালীন সময়ে কোন গণপরিবহন চলাচল ও যাতায়াত করতে দেওয়া হচ্ছেনা ও হবেনা। লকডাউনের নীতিমালা কঠোরভাবে বাস্তবায়নে আমরা মাঠে আছি। 

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.