নিরাপদ নোয়াখালী চাই’র গণসচেতনতা কর্মসূচিতে জেলা প্রশাসক

63

করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতা তৈরি করার লক্ষ্যে গণসচেতনতামূলক ক্যাম্পেইন, লিফলেট বিতরণ ও মাইকিং করেছে বৃহত্তর নোয়াখালীর জনপ্রিয় সামাজিক সংগঠন ‘নিরাপদ নোয়াখালী চাই’।

সোমবার বিকেল চারটায় নোয়াখালী জেলা শহরে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রাসেলের সঞ্চালনায় ক্যাম্পেইন উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক তন্ময় দাস। এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসাইন,সমন্বয়ক রিপন মজুমদার, রেবেকা নিপু, মাহবুবা রাহা, রাকিবুল ইসলাম,তানভীর আহাম্মেদ, জাহিদ হাসান জুয়েল প্রমুখ।

১০ দিনের এ ক্যাম্পেইনের প্রধম দিনে শহরের বিভিন্ন যানবাহনের চালক, যাত্রী, ফুটপাতের দোকানদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ৩ হাজার লিফলেট বিতরণ করা হয়। এসময় জেলা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে দাঁড়িয়ে হ্যান্ডমাইকে জনগণকে করোনাভাইরাস প্রতিরোধে সচেতন হতে, প্রতিষেধক নয়, সচেতনতাই হোক করোনা প্রতিরোধের মূল হাতিয়ার, শুধু তাই নয়, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.