নতুন ভাড়া তালিকা অনুমোদন দিয়েছেন জেলা প্রশাসক,ভাড়া নির্ধারণে সন্তুষ্ট নয় যাত্রীরা

ভাড়া কমায়নি  রায়পুরের  চালকরা! 

92
দৈনিক লাখোকন্ঠে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন রুটের সিএনজিতে চাঁদাবাজি নিয়ে একাধিক সংবাদ পরিবেশন সহ জেলার বিভিন্ন গনমাধ্যমে জনগন ও সিএনজি চালকদের ভোগান্তি তুলে ধরা হয়। তারই ধারাবাহিকতায় বর্তমান পুলিশ সুপার ড.এ এইচ কামরুজ্জামান এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ বিভিন্ন রুট থেকে ৯জন চাঁদাবাজির সময় আটক করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। রায়পুর থানার সেকেন্ড অফিসার এসআই আরেফিন এর নেতৃত্বে অটোরিক্সার চাঁদাবাজি বন্ধ করা হয়। বুধবার সকাল থেকে বিভিন্ন রুটের চালক – শ্রমিকরা জিপি, মান্থলি, ভর্তি বন্ধ করায় রায়পুরে ডিসি-এসপিকে কৃতজ্ঞতা জানিয়ে সিএনজি চালকদের মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 এসময় চালকরা বলেন, আমাদের দীর্ঘ দিনের দাবি বিভিন্ন জিপি আদায়ের নামে যে চাঁদা বাজি ছিলো তা এখন বন্ধ হয়ছে, আমরা তার জন্য জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞ, আমাদের আরো একটি দাবি আছে, তা হলো রায়পুরে আমাদের কোন সিএনজি ও অটোরিকশার স্ট্যান্ড নাই, তার পরও আমাদের কাছ থেকে পৌরসভা টোল নেয়, আমাদের শ্রমিকদের দিকে তাকিয়ে তা বন্ধ করে দেওয়ার জন্য জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের প্রতি আমাদের আবেদন। লক্ষ্মীপুরের রায়পুরে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার জিপি আদায় বন্ধ করায় সিএনজি ও অটোরিকশা চালকরা অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছিলেন কিছুদিন আগে । তারা রায়পুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা ডাক- বাংলোর সামনে এসে মিছিল শেষ করে।
যাত্রী কল্যাণ সংস্থা এর আহবায়ক শিক্ষক মাহাবুবুর রহমান ভূইয়া বলেন,চাঁদাবাজি বন্ধে জেলার সকল  প্রশাসনকে ধন্যবাদ জানান,তবে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, জেলা প্রশাসক যেই ভাড়া অনুমোদন দিয়েছেন তা হয়ত মালিক পক্ষের বা শ্রমিক পক্ষের চাপের কারনে দিয়েছেন। ভাড়ায় তেমন কোন কাঙ্খিত পরিবর্তন হয় নি। আমরা শীগ্রই যাত্রী কল্যাণ সংস্থা জেলা প্রশাসক,  পুলিশ সুপার,  ইউএনও ও ওসিদের সাথে বিষয়টি নিয়ে বসবো। ভাড়া নিয়ে যে জনগণের ক্ষোভ রয়েছে তা জানাবো।
অন্যদিকে রায়পুর উপজেলা নির্বাহী অফিসার সাবরীন চৌধুরী বলেন, রায়পুর থেকে চলাচলরত সকল রুট ও পরিবহনের ভাড়ার তালিকা জনগনের ক্ষোভ থাকলে সেই ভাড়া উপজেলা সমন্বয় মিটিং করে আগামী সপ্তাহের মধ্যে নির্ধারণ করবো। ভাড়া কার্যকর করার জন্য প্রয়োজনে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে প্রশাসন।
লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল চাঁদাবাজি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা দিয়ে নিশ্চিত করা বলেন, প্রতিটি রাস্তায় জনগনের ভোগান্তি লাগবে আমরা নতুন ভাড়া করে নির্ধারণ করেছি। আইনশৃঙ্খলা মিটিংয়ে এই নিয়ে জনপ্রতিনিধিরা ভাড়ার তালিকার জন্য অনুরোধ করেন। আমরা প্রতিটি উপজেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছি জনগণের ভোগান্তি ও সিএনজি চালকদের মানবিক দিক বিবেচনা করে ভাড়া নির্ধারণ করেছি। জনগনের ভোগান্তি লাগবে জেলা প্রশাসন ও জেলা পুলিশ একসাথে কাজ করছে।
আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.