ধর্ষক দেলোয়ার আমার নাম দিয়ে পোস্টার ছাপিয়েছে, আমি তাকে চিনি না: এমপি কিরণ

143

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় আওয়ামী লীগ। মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে উপজেলার চৌরাস্তার দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলন থেকে ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচার আইনে বিচার করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণ। এমপি মামুনুর রশীদ কিরণ বলেন, গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় আওয়ামী লীগ কিংবা অঙ্গসংগঠনের কেউ জড়িত থাকলে তদন্ত করে দলীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেব আমরা।

তিনি বলেন, এ ধরনের অপকর্ম করে দলের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। যারা এসব অপরাধীর পৃষ্ঠপোষক তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। ধর্ষক ও অপকর্মকারীরা দলীয় নেতাদের সঙ্গে বড় বড় পোস্টার ছেপে নিজেদের রক্ষার চেষ্টা করে। এদের কাউকে ছাড় দেয়া হবে না।

এমপি মামুনুর রশীদ কিরণ বলেন, ধর্ষক দেলোয়ার আমার নামে পোস্টার ছাপিয়েছে; এটি অনলাইনে তৈরি করা হয়েছে। আমি কখনও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেই না। দেলোয়ার দলের কেউ না, আমি তাকে চিনি না।

সংবাদ সম্মেলনে মামুনুর রশীদ কিরণ আরও বলেন, আমার এলাকায় কারা সন্ত্রাসীদের লালন-পালন করে আপনারা খুঁজে বের করেন। আমার এলাকায় বিশেষ করে সম্রাট ও সুুুুমন বাহিনীকে কারা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে তা খুঁজে বের করুন। তাহলেই সব জানতে পারবেন।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.