টানা ৪ বলে ৪ বোল্ড করে ইতিহাসের পাতায় আফ্রিদি

152

ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্ট টি-২০তে বল হাতে দুর্দান্ত এক স্পেল করলেন পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি। মিডলসেক্সের বিপক্ষে ৪ ওভারে ১৯ রানে ৬ উইকেট শিকার করেছেন হ্যাম্পশায়ারের হয়ে খেলতে নামা আফ্রিদি।

প্রতিপক্ষের ছয় ব্যাটসম্যানকেই বোল্ড করেছেন এই পেসার। টি-২০ ফরম্যাটের ইতিহাসে এই প্রথম কোন বোলার ছয় উইকেটের সবক’টিই নিয়েছেন বোল্ড করে।

এরমধ্যে ১৮তম ওভারের শেষ চার বলে মিডলসেক্সের টানা চারটি উইকেট শিকার করেন তিনি। চারটি উইকেটই ছিলো বোল্ড। তার এমন বিধ্বংসী বোলিংএ ২০ রানে ম্যাচ জিতেছে হ্যাম্পশায়ার।

অথচ আফ্রিদির বিধ্বংসী বোলিংএর আগে ভালোভাবেই ম্যাচে ছিলো মিডলসেক্স। জয়ের জন্য ৪ উইকেট হাতে নিয়ে শেষ ৩ ওভারে ২৩ রান দরকার ছিলো মিডলসেক্সের।

ঐ ওভারে বল হাতে আক্রমণে আসার আগে আফ্রিদির বোলিং ফিগার ছিলো এমন ৩-০-১৭-২। ১৮তম ওভারের প্রথম দু’বলে ১ রান করে দেন আফ্রিদি। আর তৃতীয় থেকে ষষ্ঠ বল পর্যন্ত টানা চার বলে মিডলসেক্সের চার ব্যাটসম্যানকে বোল্ড করে হ্যাম্পশায়ারের জয় নিশ্চিত করেন।

চার ডেলিভারিতে জন সিম্পসন, স্টিভেন ফিন, থিলান ওয়ালাল্লাভিতা এবং টিম মুরতাগকে বোল্ড করেন আফ্রিদি।

পাকিস্তানের প্রথম ও সব মিলিয়ে ষষ্ঠ বোলার হিসেবে টি-২০তে টানা চার বলে চার উইকেট নেয়ার রেকর্ড গড়েছেন শাহীন আফ্রিদি।

সর্বপ্রথম টি-২০তে টানা চার বলে চার উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেল। এরপর এমন কীর্তিতে নাম লেখান বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন, আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান, শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গা ও ভারতীয় পেসার অভিমন্যু মিঠুন।

আন্তর্জাতিক ক্রিকেটে এমন কীর্তি আছে মালিঙ্গা ও রশিদের।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.