চাটখিলের মেয়ে জান্নাতুলের অন্যরকম লড়াই

105

প্রতিবন্ধী জান্নাতুল। দুই হাতের কব্জি নেই। তবুও অদম্য এই শিক্ষণার্থী পড়ালেখা চালিয়ে যাচ্ছে। ঢাকার আশুলিয়ায় পল্লীবিদ্যুৎ ডেন্ডাবরের সাবেক হবি মেম্বারের বাড়ির পাশে তার বসবাস। গ্রামের বাড়ি জেলার চাটখিল উপজেলাধীন মানিকপুরে। তার পিতার নাম জাহাঙ্গীর আলম। সাভারের গাজীর চট হাজী মতিউর রহমান বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী সে। কৃষক পিতা জাহাঙ্গীর আলম ও গৃহিনী মায়ের একমাত্র সন্তান জান্নাতুল।

ছোট বেলায় সাভারের নবীনগরে বসবাস করতো তারা। হঠাৎ একদিন বাড়ীর ছাদে থাকা ইলেকট্রিক তারে জড়িয়ে দুই হাতের কব্জি হারাতে হয় তাকে। পড়ালেখা থেকে পিছপা হয়নি জান্নাতুল। এবার সে তার প্রচেষ্টায় এসএসসি পরীক্ষা দিচ্ছে। জান্নাতুল জানায়, ছোট বেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ দেখি। এই স্বপ্ন বুকে নিয়েই অনেক কষ্ট করে আমার গর্ভ ধারিনী মায়ের অনুপ্রেরনায় লেখাপড়া চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও লেখাপড়া চালিয়ে যাবো। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশবাসীর সহযোগিতায় লেখাপড়া চালিয়ে যেতে চাই। চাই, আপনাদের সহযোগিতা। আমার কৃষক বাবা ও গৃহিনী মায়ের একমাত্র মেয়ে আমি। আমাকে নিয়ে তাদের অনেক আশা। আমি এবার অনেক কষ্ট ও টাকা ম্যানেজ করে এসএসসি ফরম পূরণ করেছি।

জান্নাতুলের মা জানান, মেয়ে জান্নাতুলের পড়াশোনায় প্রবল আগ্রহ। তার পড়াশোনা খরচ চালিয়ে যাওয়া খুবই কষ্ট সাধ্য। তিনি মেয়ের পড়াশুনার জন্য দেশবাসীর সাহায্য চেয়েছেন।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.