চাটখিলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডারকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ আখ্যায়িত করায় সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাদের ঝড়

572

চাটখিলে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কমান্ডারকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ আখ্যায়িত করায় সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। এতে অনেকে মন্তব্যকারীর শাস্তি দাবি করেছেন।

জানা যায়, ২নং রামনারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ বাহার গতকাল যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তৎকালীন রামগঞ্জ থানার উপ-কমান্ডারকে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ হিসাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে মন্তব্য করায় এই প্রতিবাদের ঝড় উঠে।

গাজী মশিউর রহমান এখন আমেরিকা প্রবাসী। তিনি চাটখিল থানা আওয়ামী লীগের প্রথম কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এদিকে বাহার সামাজিক যোগাযোগের মাধ্যমে উল্লেখ করেন, ‘গাজী মাশিউর রহমান কোথায় কি করছে সেটা আমরাও জানি (বসুবাড়ী থেকে মনু মুন্সীর বাড়ী)….তার মিথ্যাচার দিয়ে আমাদের কিছু যায় আসে না!!আর এরকম হাজার ভুয়া মুক্তিযোদ্ধা আমাদের সামনে তালিকা থেকে বাদ পড়ছে!!!’

এ মন্তব্যরে পর পরই নিন্দার ঝড় উঠে।অনেকে অনেক মন্তব্য করতে থাকেন। শাহাদাত শাহ নামে একজন প্রতিবাদের ভাষায় লেখেন,

‘একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধাকে কটাক্ষ করে যখন মন্তব্য ছুড়ে দেয় বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, তখন আপনারা সবাই মুখে কুলুপ বেঁধেছেন! একজন বীর সেনানীকে নিয়ে যখন কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বর্তমান আওয়ামী লীগের নেতা তখন আপনারা দর্শক!! বীর মুক্তিযোদ্ধা গাজী মশিউর রহমান সাহেব যদি ভুয়া মুক্তিযোদ্ধা হয় তাহলে সঠিক মুক্তিযোদ্ধা কে? যদি প্রায় দুই দশক সময় ধরে চাটখিল উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছেন খুব কঠিন সময়ে তিনি আজকে অপমানিত!! আপনারা যারা নীরব দর্শক তাঁদের হাতে কি দল এবং দলের কর্মীরা নিরাপদ??’

এ বিষয়ে আমেরিকা প্রবাসী গাজী মশিউর রহমানের বড় ছেলে সাইফুদ্দিন সোহেল তার পিতাকে নিয়ে বিরূপ মন্তব্য করায় প্রতিবাদ জানান।

এ বিষয়ে আলোকিত চাটখিল পত্রিকার পক্ষ থেকে জানতে চাইলে চাটখিল মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের এক কর্মকর্তা জানায়, আগামীকাল এ বিষয়ে তারা কমপন্থা নির্ধারণ করবেন।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.