চাটখিলে বিদ‍্যুৎপৃষ্ঠে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

বিল্ডিংয়ের মালিকের অসতর্কতাকে দায়ী করেছেন এলাকাবাসী

698

চাটখিল উপজেলার সপ্তগাঁও গ্রামে বিদ‍্যুৎপৃষ্ঠ হয়ে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার পিতার নাম বেল্লাল হোসেন। তিনি সৌদি আরব প্রবাসী।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল তিনটায় একই এলাকার আবুল কাশেমের নির্মাণাধীন বিল্ডিংয়ের চাদের তারে পা লেগে এই দুর্ঘটনা ঘটে। বিকেলে ঘটনা ঘটার পর চিকিৎসার জন‍্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। সামির নানা বাড়িতে থেকে পড়ালেখা চালিয়ে আসছিল। সে রুদ্ররাম সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়তো।

এলাকাবাসী সূত্রে জানা যায়, এর আগে একই বিল্ডিংয়ে কাজ করার সময় কাজের লোকজন দুবার আহত হয়। তারপরও আবুল কাশেমের পরিবার সতর্ক না হওয়ায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

এদিকে আবুল কাশেম আলোকিত চাটখিল পত্রিকাকে জানান, তিনি বিল্ডিংয়ের কাজ শুরু করলেও করোনা ও শারীরিক অসুস্থতার জন‍্য নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেননি। নির্মাণাধীন বিল্ডিংয়ের উপর ৪৪০ কারেন্টের লাইন থাকা প্রসঙ্গে বলেন, লাইনটি অন‍্যত্র সরানোর ব‍্যাপারে বারবার পল্লী বিদ‍্যুৎ কর্তৃপক্ষকে বলা হলেও বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করা হয়েছে।

এদিকে পরিবারের একমাএ ছেলেকে হারিয়ে বেল্লাল হোসেন অত্যন্ত শোকাহত। এই রিপোর্ট লেখা পর্যন্ত গ্রাম‍্য শালিশের মাধ‍্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা যায়।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.