চাটখিলে বাড়ি দখলচেষ্টায় সন্ত্রাসী হামলা, নারীপুরুষসহ আহত ৬

403

চাটখিলে সাংবাদিকের বাড়ি দখলের চেষ্টায় সন্ত্রাসীদের হামলা, এতে মারাত্মকভাবে আহত ৬ জন।

চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের লটপটিয়া গ্রামে এই নারকীয় ঘটনাটি ঘটে।

হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এবিষয়ে জানতে চাইলে ইমাম হোসাইন (রাজন) জানান, সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে সকালে ১১টার দিকে আমাদের ৩০ বছর বসবাসরত বসতবাড়ি দখলের চেষ্টা চালায় এতে বাঁধা দিলে সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রের আঘাতে আমার বাবা, মা, ভাই এবং ছোটবোন সহ ৬ জন আহত হোন।

তিনি আরো জানান, দীর্ঘদিন থেকে তারা আমাদেরকে গ্রাম্য শালিসের নামে কয়েকদফা হয়রানি, হেয়প্রতিপন্ন করে আসছে। কিন্তু কাগজপত্র নিয়ে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নিতে বললে তারা নানান টালবাহানা দিয়ে এড়িয়ে যান। তারা রাজনৈতিকভাবে আমাদের’কে প্রাণনাশের হুমকি প্রদান করেন।

এক পর্যায়ে তারা বিষয়টি রাজনৈতিকভাবে রূপ দিতে উঠেপড়ে লেগেছে।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.