চাটখিলে কয়েক ঘন্টার ব্যবধানে ২য় করোনা রোগী শনাক্ত

927

মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই চাটখিল উপজেলায় ২য় করোনা রোগীে শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার রাতে আসা নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের আলামত পাওয়া যায়। তার বয়স ২৮ বছর। বাড়ি কুড়িগ্রাম জেলায় তবে তিনি একটি বেসরকারি ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টটিটিভ হিসেবে চাটখিলে কর্মরত আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাক আহমেদ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ৩০ এপ্রিল তিনি তার নিজ এলাকা কুড়িগ্রাম থেকে চাটখিলে প্রবেশ করেন। পরে ২ মে তার নমুনা সংগ্রহ করে পরের দিন চট্টগ্রামে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার রাত ১১টার দিকে তার দেহে করোনা পজেটিভ জানতে পারেন তারা।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, রাতেই তার ভাড়া থাকা (সাঈদ ম্যানসন/মিজি বাড়ি) বাড়িটি লকডাউন করে দেয়া হয়েছে এবং তাকে আই সলিউশানে পাঠানোর ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.