কোম্পানীগঞ্জে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা

57

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের লোহারপুল নামকস্থানে অবৈধ স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। বুধবার ওই বিভাগের কর্মকর্তারা পরিমাপ করে অবৈধভাবে দোকান নির্মাণের চেষ্টাকারী আবুল বাসারকে লিখিতভাবে এ নিষেধাজ্ঞা জারী করেন। তিনি সিরাজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের মৃত নুর আলমের ছেলে।

জানাগেছে, নোয়াখালী সড়ক বিভাগাধীন সোনাপুর কবিরহাট কোম্পানীগঞ্জ (বসুরহাট) দাগনভূঞা (আর ১৪৮) সড়কের ১৮তম কিলোমিটারে লোহারপুল বাজারে রাস্তার দক্ষিণ পার্শ্বে সড়ক ও জনপদ অধিদপ্তরের অধিগ্রহণকৃত ভূমিতে সম্পূর্ণ অবৈধভাবে দোকানঘর নির্মাণের অপচেষ্টা করছেন জনৈক আবুল বাসার।

পরে এ সংক্রান্ত নোয়াখালী সড়ক উপ বিভাগ (সওজ) উপ বিভাগীয় প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান স্বাক্ষরিত একটি চিঠি ‘অবৈধ দখলদার’ আবুল বাসারসহ সংশ্লিষ্ট সকল সরকারি দপ্তরে প্রেরণ করা হয়। তবে চিঠি পাওয়ার পরও রাতের অন্ধকারে দোকান নির্মানের চেষ্টাকালে কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আবুল বাসারের নির্মাণ সামগ্রী জব্দ করে থানায় নিয়ে আসে।

নোয়াখালী সড়ক উপ বিভাগ সওজ সড়ক শাখার কোম্পানীগঞ্জ উপ সহকারি প্রকৌশলী মোঃ নুরনবী জানান, আবুল বাসারকে মৌখিকভাবে বলার পরও তিনি জোরপূর্বক সরকারি জায়গা দখলের চেষ্টা করেন। পরে সড়ক ও জনপদ বিভাগের সার্ভেয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বুধবার পরিমাপ করে সীমানা নির্ধারণ করে সরকারি জায়গা সীলগালা করে দেয়া হয়েছে। এছাড়া আবুল বাসারকে স্থাপনা নির্মাণে লিখিত চিঠির মাধ্যমে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.