কোম্পনীগঞ্জে কলেজ ছাত্রলীগ সভাপতিকে গণপিটুনি

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায়

522

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নূর-এ-মাওলা রাজুকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এ সময় সঙ্গে থাকা তার বন্ধু ‘উই ফর ইউ’র সাধারণ সম্পাদক সাইফুল ইসলামকে পিটিয়ে আহত করে।

শুক্রবার বিকালে এ বিষয়ে প্রেস বিজ্ঞপ্তি দেয় উপজেলা, বসুরহাট পৌরসভা ও সরকারি মুজিব কলেজ ছাত্রলীগ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কোম্পানীগঞ্জ উপজেলা, বসুরহাট পৌরসভা ও সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হওয়ায় সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নূর-এ-মাওলা রাজু স্থানীয় জনতার হাতে গণপিটুনির শিকার হয়। যার দায়-দায়িত্ব সংগঠন বহন করবে না। এ ছাড়া ভবিষ্যতে তার কর্মকাণ্ডের দায়-দায়িত্ব সে ব্যক্তিগতভাবে বহন করবে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে নূর-এ-মাওলা রাজু ও তার বন্ধু সাইফুল ইসলাম উপজেলার বসুরহাট পৌরসভা ৪নং ওয়ার্ডে হক মার্কেট এলাকায় নারী ঘটিত কারণে গণপিটুনীর শিকার হন।

এ দিকে এ ঘটনায় শুক্রবার রাতে নূর-এ-মাওলা রাজুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা ছাত্রলীগ।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্না জানান, কারো ব্যক্তিগত অনৈতিক কার্যক্রমের দায়ভার কখনও সংগঠন বহন করবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি/সম্পাদক বরাবর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছিল। তারা তাকে কারণ দর্শানোর জন্য বলেছে।

এ বিষয়ে সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি নূর-এ-মাওলা রাজুর মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.