কাউন্টিতে নেমেই এক ওভারে ৩৪ স্টোকসের, ৬৭ বলে করলেন সেঞ্চুরি

31

ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়কত্ব পেয়েছেন বেশিদিন হয়নি। এরপর প্রথমবারের মতো নামলেন কাউন্টি খেলতে। নেমেই বিস্ফোরক এক বেন স্টোকসের দেখা মিলল ওর্স্টারের নিউ রোডে। ওর্স্টারশায়ারের মাঠে ডারহামের হয়ে তিনি সেঞ্চুরিটা করেছেন মাত্র ৬৭ বলে। এই সেঞ্চুরির পথে দারুণ এক কীর্তির কাছে চলে গিয়েছিলেন তিনি। তবে শেষমেশ এক ওভারে ছয় ছক্কা না পেলেও তিনি করেছেন ৩৪ রান।

কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন ২-এর ম্যাচে গতকাল খেলতে নেমেছিলেন তিনি। শুরুতে ব্যাট করা ডারহামের টপ থেকে শুরু করে মিডল অর্ডার বেশ পোক্ত হওয়ায় গতকাল বৃহস্পতিবার তিনি ব্যাট করতে নেমেছিলেন ৬-এ।

 

 

আজ দিনের তৃতীয় ওভারে স্কট বর্থউইকের বিদায়ে অপেক্ষা শেষ হয় তার। নেমে শুরুর দিকে তিনি অবশ্য বেশ রয়েসয়েই খেলছিলেন। ৫০ রান ছুঁতে খেলেছিলেন ৪৭ বল। এরপরই নিউ রোড দেখেছে তার প্রলয়নাচন। আভাসটা অবশ্য দিয়েছিলেন পঞ্চাশ ছোঁয়ার আগেই। ইনিংসের ১১২তম ওভারে এড বার্নার্ডকে ছক্কা হাঁকিয়ে ৪৫ থেকে ৫১ রানে পৌঁছেছিলেন।

এরপর শুরু তার ঝড়ের। ৫০ থেকে ১০০ তে পৌঁছুতে খেলেছেন মাত্র ১৭ বল। তার ঝড়ের বড় অংশটা গিয়েছে জশ বেকারের ওপর দিয়ে। ইনিংসের ১১৭তম ওভার করতে আসা তার বলে পরপর পাঁচ ছক্কা হাঁকান স্টোকস। তাতেই ৭০ থেকে পৌঁছে যান ১০০তে।
সেঞ্চুরি ছুঁয়ে মনোযোগ হয়তো একটু নড়েই গিয়েছিল। ষষ্ঠ বলেও হাঁকিয়েছিলেন, টাইমিংয়ের হেরফেরে তা গিয়ে পড়েছে সীমানাদড়ির একটু আগে। ওভারে ছয় ছক্কার কীর্তি আর তাতে গড়া হয়নি স্টোকসের।

স্টোকসের ঝড় অবশ্য সেঞ্চুরি করেই থেমে যায়নি, চলেছে আরও কিছুক্ষণ। পরের ২৪ বলে তুলেছেন আরও ৬১ রান। ব্রেট ডি অলিভিয়েরার বলে সাজঘরে ফেরার আগে তিনি করেছেন ৮৮ বলে ১৬১ রান। তার একটু পরেই ৬ উইকেট হারিয়ে ৫৮০ রান তুলে ইনিংস ঘোষণা করেছে ডারহাম।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.