ইলন মাস্কেরও আছে গোপন অ্যাকাউন্ট

26

ইলন মাস্কেরও আছে গোপন অ্যাকাউন্ট। সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে নিজের গোপন অ্যাকাউন্ট থাকার কথা স্বীকার করেছেন।

মূলত ইলন মাস্ক টুইটারে বেশ সক্রিয়। প্রতিদিনই কিছু না কিছু বিষয়ে টুইট করেন। একাধিক টুইট ব্যবহারকারীর করা টুইটের রিপ্লাইও করেন তিনি। কদিন আগে ভারতের এক প্রযুক্তিবিদের সঙ্গেও কথা বলেন তিনি।

 

 

ভারতীয় যে প্রযুক্তিবিদের সঙ্গে ইলন মাস্ক কথা বলেন তার নাম প্রণয় পাটেল। তিনি পুণের টাটা কনসালটেন্সি সার্ভিসে কাজ করেন। ইলন মাস্ককে ট্যাগ করে একাধিক টুইট করেন প্রণয়। সোমবারও তিনি একটি মজাদার টুইট করেন।

প্রণয় ইলন মাস্ককে ট্যাগ করে লিখেন, অনেকে মনে করেন যে @এলন মাস্ক আমার টুইটার অ্যাকাউন্টটি পরিচালনা করেন। এটা ঠিক। তিনি অত্যন্ত ব্যস্ত একজন মানুষ। রকেট তৈরি করেন, দুর্দান্ত ইলেকট্রিক গাড়ি তৈরি করে। একাধিক টুইটার অ্যাকাউন্ট চালানোর সময় পান?

এই টুইটের একটি রিপ্লাই করেন ইলন মাস্ক। সেখানে তিনি মজা করেই লিখেন, আমার কোনো বার্নার (ভিন্ন নামে) টুইটার অ্যাকাউন্ট নেই। তবে আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে। যা সম্পূর্ণ গোপনে থাকে। ফলে আমার বন্ধুরা কোনো লিংক পাঠালে আমি সেই লিংকে ক্লিক করতে পারি।

এদিকে প্রণয় এবং ইলনের এই টুইটের মাঝে নেটিজনেরা অনেকেই নিজের বক্তব্য পোস্ট করেছে। পুরো বিষয়টি নিয়ে মজাও করছে। অনেকেই বলছেন প্রণয় পাটেল নামের যে অ্যাকাউন্ট রয়েছে সেটি আসলে ইলন মাস্কই।

 

 

মজার বিষয় হলো, একটি-দুটি নয়, প্রণয় এবং ইলন মাস্কের মধ্যে একাধিক টুইটে বাক্যালাপ হয়। ২০১৮ সাল থেকেই প্রণয়ের টুইটের রিপ্লাই করেছেন মাস্ক।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.