ইউনিলিভারের পন্য বাজারজাতে যুক্ত হলো এলবিয়ন গ্রুপ

150

এবার চট্টগ্রামের দুই উপজেলায় ইউনিলিভারের পণ্য বিপণন করবে এলবিয়ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এলবিয়ন ডিস্ট্রিবিউশন।

রোববার (৪ অক্টোবর) এক অনুষ্ঠানের মাধ্যমে এ পণ্য বাজারজাতকরণ কার্যক্রমের যাত্রা হয়। এ চুক্তির ফলে এখন থেকে ইউনিলিভারের উৎপাদিত পণ্য এলবিয়ন ডিস্ট্রিবিউশন চট্টগ্রামের আনোয়ারা এবং বাঁশখালী উপজেলায় বিপণন করবে।

এর আগে আনোয়ারা উপজেলার বেলছড়া ইউনিয়নের সিএফএল সড়কস্থ স্বপ্নবাড়িতে এলবিয়ন ডিস্ট্রিবিউশন অফিস ও ডিপোর কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, এলবিয়ন গ্রুপ চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ মাহমুদ হাসান, এরিয়া ম্যানেজার তাহসিন মাহমুদ ও টেরিটরি ম্যানেজার রিয়াজ হোসেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত বলেন, ‘‌প্রাথমিকভাবে আমরা চট্টগ্রামের দুইটি উপজেলায় ইউনিলিভারের উৎপাদিত পণ্য বিপণনের মাধ্যমে কার্যক্রম শুরু করছি। ক্রমান্বয়ে এর পরিধি বাড়ানো হবে।’

উল্লেখ, এলবিয়ন গ্রুপ জীবনরক্ষাকারী ওষুধ উৎপাদনে স্বনামধন্য একটি শিল্পগ্রুপ। ওষুধের গুনগতমানের জন্য আইএসও ২০০১ ও ২০০৮ সনদও অর্জন করেছে এলবিয়ন গ্রুপ। গত কয়েক বছর ধরে ১২-১৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে কোম্পানিটি। এছাড়াও বিভিন্ন সেবামূলক সামাজিক কাজেও যুক্ত রয়েছে।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.