হৃদপিণ্ড তৈরি করেছেন বিজ্ঞানীরা

115

মানুষ কোষ দিয়ে সৃষ্টি করবে নতুন কোষ। মানবসৃষ্ট হৃদপিণ্ড প্রতিস্থাপিত হবে হৃদরোগীদের বুকে । শিরা ধমনীতে সুষ্ঠুভাবে রক্ত পাম্প করবে বিজ্ঞানাগারে সৃষ্ট হৃদপিণ্ড । এমনটাই দাবি করছেন বিজ্ঞানীরা।

• ইসরাইলের টেল আভিভ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা একটি ক্ষুদ্র হৃদপিণ্ড বানিয়েছেন।

• এটি তৈরি করতে ত্রিডি প্রিন্টার ও মানুষের ফ্যাট (তৈল) কোষ ব্যবহার করেছেন।

• এটি হয়েছে একটি খরগোশের হৃদয়ের আকারে তবুও একে একটি বড় পদক্ষেপ বলা চলে।

• এটিকে প্রাণির শরীরে প্রতিস্থাপন করে নিরীক্ষার আশা করছেন বিজ্ঞানীরা।

মানুষের শরীরের টিস্যু ও রক্তনালী ব্যবহার করে তৃতীয় মাত্রার হৃদপিণ্ড তৈরি করেছেন বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। যদিও অঙ্গটি শুধুমাত্র একটি চেরির আকারে তৈরি হয়েছে। হৃদপিণ্ডটি রক্ত পাম্প করতে পারে না তবে বিশেষজ্ঞরা বলেন এই সৃষ্টি চিকিৎসা বিজ্ঞানের জন্য বড় একটি সফলতা।

এটি রক্ত পাম্প করতে শুরু করার আগে হৃদপিণ্ডটিকে আরো সফল হতে হবে।এ নিয়ে আরও বেশি কাজ করতে হবে। তবে এক বছরের মধ্যে হৃদপিণ্ডের ব্যবহারিক পরীক্ষা শুরু করবে এমনটাই আশা বিজ্ঞানীদের।

ইসরাইলের টেল আভিভ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সোমবার (১৫ এপ্রিল) তাদের সৃষ্টি প্রকাশ করেছেন এবং মানব কোষে কীভাবে এটি কাজ করবে তা ব্যাখ্যা করেছেন।

গবেষণা প্রকল্পে নেতৃত্ব দেন তাল ডিভির। তিনি দাবি করেন, ‘শুরুতে মানুষের শরীরের হৃদপিণ্ডের গঠন তৃতীয় মাত্রার মুদ্রণেই থাকে, কোষ বা রক্তনালীর সাথে নয়।’ তিনি বলেন, অঙ্গটি মানুষের পেশির সাথে যুক্ত হতে পারে তবে এটি পূর্ণ পাম্পিং নাও করতে পারে।

তিনি আরও জানান, এটিতে যে কোষগুলো ব্যবহার হয়েছে তা রোগীদের কাছ থেকে নেওয়া ফ্যাটি টিস্যুগুলোর নমুনা থেকে সংগৃহীত হয়। হৃদরোগের ছোট জোড়াগুলো তৈরির জন্য কোষ বাড়িয়ে বিজ্ঞানীরা অবশেষে পুরো অঙ্গটি গঠন করতে তাদের অপারেশনকে বাড়িয়ে তুলেন। তবে সম্পূর্ণ হৃদপিণ্ডটি উ\পাদনের জন্য পর্যাপ্ত কোষের নমুনাটি কীভাবে প্রসারিত করা যায় তা নিয়ে কাজ চলছে। তবে এটি একটি বড় চ্যালেঞ্জ। একটি ক্ষুদ্রতম রক্তবাহী ধমনী মুদ্রণ করতে একটি অত্যন্ত উচ্চ রেজুলিউশন সমৃদ্ধ প্রিন্টার প্রয়োজন হবে।

গবেষকদের তত্ত্ব অনুসারে, কৌশলটিরে মাধ্যমে একদিন নিজের শরীর থেকে পুনর্ব্যবহৃত কোষ ব্যবহার করে নতুন হৃদপিণ্ড তৈরি করতে সক্ষম হতে পারে । এর ফলে হয়তো একদিন মানুষ আর ক্ষয় হবে না।

আশা করা যায় আগামি দশ বছরে বিশ্বের সেরা হাসপাতালগুলোতে অঙ্গ প্রতিষ্ঠান থাকবে। এই পদ্ধতিগুলোই নিয়মিত পরিচালিত হবে।

তবে তিনি হৃদপিণ্ডের চেয়ে কম গুরুত্বপূর্ণ অঙ্গের সাথে ট্রান্সপ্লান্টগুলি শুরু করতে চান । এটিই সর্বাপেক্ষা নিরাপদ হবে। স্প্লিন, অ্যাপেনডিক্স, গল ব্লাডার , কিডনি এমনকি ফুসফুসের ক্ষেত্রেও রোগীর ক্ষতি না করেই রোগ মুছে ফেলা যেতে পারে। ডেইলি মেইল অবলম্বনে

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.