হাতিয়ায় তহসিলদারের বিরুদ্ধে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

50

জেলা প্রশাসক অফিসের পিয়ন থেকে প্রমোশন পেয়ে তহসিলদার আবুল কাশেমের বিরুদ্ধে দুদকের তদন্তে থলের বেড়াল বেরিয়ে এসেছে। ৬শ’ নথি বন্দোবস্তের কথা বলে ৮০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঢাকায় নিজ নামে ফ্ল্যাট, স্ত্রীর নামে জমি ও এলাকায় কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে তার। দুদক সূত্র জানায়, হাতিয়ার শূন্যের চরের মৃত মোশাররফ হোসেন এর পুত্র আবুল কাশেম ১৯৮৯ সালে জেলা প্রশাসক অফিসে পিয়ন পদে চাকরি নেয়। তহশিলদার পদে পদোন্নতি নিয়ে জাহাজমারা ভূমি অফিসে যোগদান করে। তার চাকরি জীবনে বেতন ভাতা, বোনাস সব মিলিয়ে সে আয় করেন সর্বমোট ২২ লাখ ৭৭ হাজার ১৩ টাকা মাত্র। কিন্তু সে নিজে দুদকের কাছে হিসাব দেন তার কাছে বর্তমানে রয়েছে ১ কোটি ৫৭ লাখ ৭৪ হাজার ৭১৮ টাকার সম্পত্তি। এ হিসাব তার আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় ধারণা করে নোয়াখালী দুদক দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারায় তাকে ও তার স্ত্রী কোহিনুর বেগমকে নোটিশ জারি করেন।

এদিকে দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে তার নামে ঢাকার তেঁজগাওয়ে ৭৭ লাখ টাকা মূল্যের ১১৩২ বর্গফুটের ফ্ল্যাট, কেরানীগঞ্জের বাড্ডায় ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ৫ কাঠা জমিন, স্ত্রী কোহিনুর বেগমের নামে হাতিয়ার জাহাজমারা মৌজা ৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪০ শতাংশ জমিন যার উপর ৩০ লাখ টাকা খরচ করে বাড়ি তৈরি করা হয়েছে। এছাড়াও তহশিলদার আবুল কাশেম ফ্ল্যাট ক্রয় করার কিস্তি বাবদ ঢাকার দি স্টাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড কে ১৬-৮-২০১২ সোনালী ব্যাংক ফার্ম গেইট শাখার মাধ্যমে ২২ লাখ টাকা, ৮-৯-১২ইং নগদ ৩ লাখ টাকা, সোনালী ব্যাংক হাতিয়া শাখার মাধ্যমে ১৬-৯-২০১২ইং ৩ লাখ টাকা, নগদ ৩ লাখ টাকা, সোনালী ব্যাংক হাতিয়া শাখার মাধ্যমে ১৬-৯-২০১২ইং ৩ লাখ টাকা, একই তারিখে নগদে ৬ লাখ টাকা, ২৩-৯-১২ নগদে ২ লাখ টাকা, ৩০-৯-১২ইং নোয়াখালী ব্যাংক ফার্মগেইট শাখার মাধ্যমে ২ লাখ টাকা, ১৮-১০-১২ নগদে ২ লাখ টাকা, ১৮-১১-১২ স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক এর মাধ্যমে ৩০ লাখ টাকা পরিশোধ করেন। এক বছরে এত টাকা আয়ের উৎস জানাতে পারেনি তহশিলদার আবুল কাশেম। দুদক সূত্র আরো জানায়, ইতিমধ্যে সে ঢাকার বেগুন বাড়ি এলাকায় তার স্ত্রীর নামে থাকা ১৩০৯ বর্গফুটের ১টি ফ্ল্যাট বিক্রি করে দেন। দুদকের পর্যালোচনায় দেখা যায়, এখন পর্যন্ত আবুল কাশেম ১ কোটি ১১ লাখ ৭০ হাজার ৫শ’ টাকার অবৈধ সম্পদ রয়েছে। এ ব্যাপারে তহশিলদার আবুল কাশেমকে বারবার মুঠোফোনে ফোন করলেও সে কোন বক্তব্য দিতে রাজি হয়নি। তবে তার স্ত্রী কোহিনুর বেগম জানায়, সে ২০১৮ সাল থেকে ফিসিং ব্যবসা করছে। আর নথি করে দেবে বলে যে টাকা আদায় করেছে তার ভাগ অনেক উপরে পর্যন্ত দিতে হয়েছে। সব দোষ তার (স্বামী কাশেম) এর উপর পড়বে কেন?

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.