সংলাপ ইতিবাচক – কাদের

ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন  ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

107
ছবি- সংগৃহীত

জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন  ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা সংবিধানের বাইরে যাব না। সংলাপে আমাদের মধ্যে মন খুলে আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঐক্যফ্রন্টের সাত দফার অধিকাংশ দাবি মেনে নিতে আমাদের নেত্রী সম্মত হয়েছেন। তবে তারা এমন কিছু নিয়ে এসেছেন, সেগুলো নির্বাচন পিছিয়ে দেয়ার একটা বাহানা। সংলাপ শেষ হলেও আলোচনা চলতে পারে। ‘

বুধবার (৭ নভেম্বর) গণভবনে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ১৪ দলের সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ঐক্যফ্রন্ট সংসদ ভেঙে দিয়ে ৯০ দিনের মধ্যে নির্বাচন চায়- উল্লেখ করে তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড ও রাজবন্দিদের মুক্তি চেয়েছেন তারা। এ বিষয়ে তাদের দাবি মেনে নিতে আমাদের কোনো সমস্যা নেই।’

কাদের বলেন, বেগম জিয়ার মুক্তি ওইভাবে চাননি তারা। তারা জামিন চেয়েছেন। আমরা বলেছি, তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে এ মামলা করেছে। এটি আগেই নিষ্পত্তি করা যেত, কিন্তু তারা দেরি করেছেন। এখন আদালত তাকে দণ্ড দিয়েছেন।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি বিষয়ে আদালতের শরণাপন্ন হতে পরামর্শ দিয়ে দলের পক্ষ থেকে জানান হয়েছে। আদালত যদি তাদের জামিনে মুক্তি দেয়, তাতে আমাদের কোনো আপত্তি নেই।’

তিনি আরও বলেন, ‘ঐক্যফ্রন্ট সেনাবাহিনীর মেজিস্ট্রেসি পাওয়ার চেয়েছে। কিন্তু তা আমাদের দেশে চালু নেই। তবে সেনাবাহিনী টাস্কফোর্স হিসেবে থাকবে, স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত থাকবে।’

সরকারি কোনো সুযোগ-সুবিধা নেবেন না মন্ত্রী-এমপিরা, অন্য প্রার্থীরাও সমান সুযোগ পাবেন বলেও জানান তিনি।

কাদের বলেন, ‘তারা পদযাত্রা করবে, রোডমার্চ করবে এগুলো গণতান্ত্রিক কর্মসূচি। কিন্তু এগুলো করতে গিয়ে যদি কোনো ধরনের বোমাবাজি, জ্বালাও পোড়াও এর মতো কোনো ঘটনা ঘটে তাহলে সে পরিস্থিতিতে তো আমরাও চুপ থাকব না।’

আগামীকাল সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কয়দিনের সংলাপের সামারি নিয়ে আমাদের অবস্থা, আমাদের বক্তব্য এবং সিদ্ধান্ত জানিয়ে দেবেন বলেও জানান তিনি।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.