শিক্ষার্থীদের ছুটি দিয়ে বিদ্যালয়ে আ.লীগের সভা

27

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ছুটি দিয়ে বিদ্যালয়ের হল রুমে কাউন্সিলরদের নিয়ে আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি সভা করার অভিযোগ উঠেছে। রোববার (২৯ মে) সদর উপজেলার মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হল রুমে দুপুর ১২টা থেকে সভার কার্যক্রম শুরু হয়। ওই সময় বিদ্যালয়ের একটি ভবনে এসএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা চললেও মাইকে উচ্চশব্দে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

দুপুর আড়াইটার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন জানান, ১২টার দিকে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে। বিদ্যালয়ের কয়েকটি ভবন রয়েছে। এর মধ্যে হল রুমে আওয়ামী লীগের সভা চলছে। অন্য ভবনে এসএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হচ্ছে।

 

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মিজানুর রহিম বলেন, মাঠে আমাদের সম্মেলনের আয়োজন করা হয়েছিল। বৃষ্টি হওয়ায় পরে হল রুমে সভা করা হয়। বিদ্যালয় ছুটি ও শিক্ষার্থীদের পরীক্ষার বিষয় নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি।

দলীয় সূত্র জানায়, ১ জুন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে কাউন্সিলরদের নিয়ে বিদ্যালয়ের মাঠে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বৃষ্টি হওয়ায় বিদ্যালয়ের হল রুমে সভার কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি বক্তব্য দেন।

চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহিম।

এ বিষয়ে কথা বলতে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেবের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.