শারীরিক তাপমাত্রা নির্ণয় করে চাটখিলে প্রবেশ করাচ্ছে পুলিশ

ইনফ্রারেড থার্মোমিটারের সাহায্যে

458

করোনা মহামারিতে সম্পূর্ণ বাংলাদেশ লকডাউন করেছে সরকার। এই লকডাউনের আওতায় নোয়াখালী জেলার চাটখিল থানার সম্পূর্ণ এলাকা। করোনা আক্রান্ত কোন ব্যক্তি যাতে চাটখিলে প্রবেশ করতে না পারে, সেজন্য নোয়াখালী পুলিশ সুপারের উদ্যােগে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম ইনফ্রারেড থার্মোমিটার ব্যবহার করে প্রবেশমুখী মানুষের তাপমাত্রা নির্ণয় করে যাচ্ছে।

চাটখিলবাসীকে করোনা মহামারী থেকে রক্ষা করার জন্য এমন পদক্ষেপ নিয়েছে নোয়াখালী জেলা প্রশাসন। চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম আলোকিত চাটখিলকে জানান, ‘ইনফ্রারেড থার্মোমিটারের মাধ্যমে চাটখিল প্রবেশমুখী মানুষের শারীরিক তাপমাত্রা নির্ণয় করে যদি স্বাভাবিক থাকে তাহলে তাদেরকে প্রবেশ করার অনুমিত দেওয়া হচ্ছে। আর যাদের শরীরে অস্বাভাবিক তাপমাত্রা ধরা পড়ছে তাদেরকে প্রবেশের অনুমতি না দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে। তাছাড়া চাটখিলবাসীকে করোনা মহামারী সম্পর্কে নানান সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে চাটখিল থানার পুলিশ পরিবার।’

নোয়াখালী জেলা পুলিশ সপারের উদ্যোগে ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে তাপমাত্রা নির্ণয় করে প্রবেশ এবং করোনা সচেতনতনামূলক জেলা পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী প্রচার ও কার্যক্রম পরিচালনা করছে চাটখিল থানা পুলিশ, এমন তথ্য নিশ্চিত করেছেন চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.