লক্ষ্মীপুরে সেই আ.লীগ নেতার কার্যালয়ে মিলল ধারালো অস্ত্র

63

লক্ষ্মীপুরের রায়পুরে কিশোর মো. রাসেল হোসেন (১৪) কে ছুরিকাঘাত করে হত্যা মামলার আসামি সেই আওয়ামী লীগ নেতা শাহজালাল রাহুলের কার্যালয়ে পাওয়া গেছে ধারালো অস্ত্র ও খেলনা পিস্তল।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের মিয়ারহাট বাজারে থাকা রাহুলের কার্যালয়ে থেকে তিনটি ধারালো ছোরা, একটি রামদা, ছেনি, একটি চাপাতি ও তিনটি চাকু এবং তিনটি খেলনা পিস্তল উদ্ধার করে রায়পুর থানা পুলিশ।

আসামি শাহজালাল রাহুল দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। দক্ষিণ চরবংশীর চরকাচিয়া গ্রামের বেপারী বাড়ির মৃত আবদুর রশিদের ছেলে তিনি।

তার বিরুদ্ধে চর দখল, কৃষকদের ফসল লুট, নদীতে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু তোলা, অবৈধ মাছঘাট বসিয়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় বুধবার রাতেই নিহত রাসেলের মা ফাতেমা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করে রায়পুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় আওয়ামী লীগ নেতা শাহজালাল রাহুলকে ২য় আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার খিলবাইছা গ্রামের হোসেন আহম্মদের ছেলে জাকারিয়া রাকিবকে (৩৩)।

মামলার অন্য আসামিরা হলেন – সদর উপজেলার পূর্ব নন্দনপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে মো. সোহাগ (২৭), রায়পুরের চরলক্ষ্মী গ্রামের মৃত ইউসুফ কারীর ছেলে ফারুক কারী ও চরকাছিয়া গ্রামের মানিক শিকদারের ছেলে সুমন শিকদার (৩০)।

রায়পুর থানা সূত্র জানিয়েছে, ঘটনার দিন দুপুরের দিকে পুলিশ দক্ষিণ চরবংশীর মিয়ারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামিদের আটক করে। তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, রাসেলের বাবা মনির হোসেন ভুট্টু চরের জমিতে ফসল চাষাবাদ করেন। তবে সেই জমির ফলন কেটে নেয় তাদের বাড়ির শাহাজালাল রাহুল। এ বিষয়ে তার স্বামী প্রতিবাদ করলে হত্যার হুমকি দেয় রাহুল। বুধবার সকালে চাষাবাদকৃত সেই জমি দেখাশোনা করতে যায় রাসেল হোসেন। পথে মাছঘাটে রাহুল তার লোকজন নিয়ে ধারালো অস্ত্র দিয়ে রাসেল ও তার বাবা মনির হোসেনের উপর হামলা করে। হামলাকারীরা রাসেলের পেটে ধারালো চাকু ঢুকিয়ে দিলে সে গুরুতর জখম হয়।

স্থানীয় লোকজন রাসেলকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মো. রুহুল আমিন (৩৭) নামের এক ব্যক্তির মাথায় গুরুতর জখম হয়। তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে তার মাথায় ১২টি সেলাই দিতে হয়।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.