রায়পুরে পল্লী বিদ্যুৎ সংযোগে দালালদের দৌরাত্ম, গ্রাহক হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ

মিটার প্রতি দিতে হয় ৩ হাজার থেকে ৫ হাজার

292

লক্ষ্মীপুরের রায়পুরে শতভাগ বিদ্যুতায়নের অধীনে বিনামূল্যে পল্লী বিদ্যুৎ সংযোগে দালালদের দৌরাত্ম, গ্রাহক হয়রানি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। উপজেলার চরপাতা ইউনিয়নের দেনায়েতপুর গ্রামের অর্ধশতাধিক পরিবার দালাল চক্রের খপ্পরে পড়ে হয়রানির শিকার হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় মনছুর আহম্মদ, মোরশেদ আলম, ফারুক হোসেন, হোসেন আহম্মদ ও আনোয়ারসহ আরো অনেকে এ বিষয়ে অভিযোগ করে বলেন, বিদ্যুতের মিটারের জন্য আবেদন করে নানাভাবে হয়রানির শিকার হয়েছি। তাছাড়া প্রতি মিটারের জন্য ৩ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত দিতে হয়েছে। বিভিন্ন অফিসে ঘুষ, বিদ্যুৎ সংযোগের কাজে নিয়োজিত শ্রমিক ও বৈদ্যুতিক ক্যাবল ক্রয়ের নামে এভাবে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে স্থানীয় আমির হোসেন ও গণি নামে দালাল চক্রের দুই সদস্য। তারা পল্লী বিদ্যুতের লোক আবার কখনো নিজেদের পল্লী বিদ্যুতের ডিলার পরিচয় দিয়ে বিদ্যুৎ সংযোগের কথা বলে সাধারণ মানুষদের নিকট থেকে টাকা আদায় করছে।
এছাড়াও স্থানীয় মুদি দোকান ব্যবসায়ী আনোয়ার হোসেনের বিরুদ্ধে সাধারণ মানুষ থেকে টাকা আদায়ের অভিযোগ রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার দুই ভাইয়ের থেকে ২ হাজার করে মোট ৪ হাজার টাকা নিয়ে আমি বিদ্যুতের ডিলার আমির হোসেনকে দিয়েছি। এছাড়াও আমার এলাকায় কয়েকটি পরিবার থেকে টাকা আদায়ের সময় আমির আমাকে সাথে নিয়েছিল। তবে আমি এক টাকাও আত্মসাৎ করিনি।
পল্লী বিদ্যুতের ডিলার পরিচয় দাতা ও বিদ্যুৎ সংযোগের নামে অর্থ আদায়কারী আমির হোসেন স্থানীয়দের অভিযোগটি অস্বীকার করেন। তবে কথপোকথনের এক পর্যায়ে তিনি স্পষ্টভাবে বলেছেন, স্থানীয় হোমড়া-ছোমড়া দেলোয়ার ও উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের অনেকে এ ঘটনার সাথে জড়িত রয়েছে।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.