রাজাকারের প্রথম ধাপের তালিকায় নোয়াখালীর যাদের নাম রয়েছে

1,287

সরকারের হাতে থাকা নথির তথ্য-উপাত্তের ভিত্তিতে একাত্তরে রাজাকার, আল বদর, আল শামস বাহিনীর বেতনভোগী ১০ হাজার ৭৮৯ জন স্বাধীনতা বিরোধীর প্রথম তালিকা করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (১৫ ডিসেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত এক সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হেফাজতে থাকা দালিলিক প্রমাণের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে।তালিকাটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে পুরো তালিকা প্রকাশ করা হবে।

প্রথম দফায় প্রকাশিত তালিকায় নাম এসেছে নোয়াখালী জেলার ১২ জন স্বাধীনতা বিরোধীর। তাদের মধ্যে ৫ জন সুধারাম সদর উপজেলার,৩ জন বেগমগঞ্জ উপজেলার এবং ৪ জন কোম্পানীগঞ্জ উপজেলার।

তারা হলেন-সুধারামের আলহাজ্ব আমিনুল্লাহ চৌধুরীর ছেলে সিদ্দিকুল্লাহ চৌধুরী, মৌলভী শাহাদাত হোসেনের ছেলে সৈয়দ মোঃ শামসুল আলম, মৌলভী নুর আহমেদের ছেলে আবদুল মোমেন, মোঃ হোসেন মিয়ার ছেলে ফয়েজ আহমেদ মিয়া, মৌলভী আতিকুল্লাহর ছেলে মাষ্টার আবদুল ওদুদ।

বেগমগঞ্জের লোহান আলী কেরানীর ছেলে সিরাজুল ইসলাম, মৌলবী মনতাজ মিয়ার ছেলে মনিরুদ্দিন, মাওলানা সাইদ আশরাফ আলীর ছেলে মাওলানা সাইদ মোহাম্মদ আতাউল কাদরি।

কোম্পানীগঞ্জের হাজী শেখ আহমেদ মিয়ার ছেলে মাহফুজুল হক মিয়া, মুন্সি লুৎফুল হকের ছেলে মাওলানা জয়নাল আবেদীন,মৌলবী আমিন উল্যাহর ছেলে একরামুল হক, সাইদ আহমদের।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.