ভিসেরা প্রতিবেদন, হার্ট অ্যাটাকেই ডা. রাজনের মৃত্যু

দু’মাস পর পাওয়া

133

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজন কর্মকারের মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক। ভিসেরা পরীক্ষার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গত ৯ মে এ কথা জানিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা. সেলিম রেজা। ডা. রাজনের মরদেহের ভিসেরা প্রতিবেদন হাতে পেয়ে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
তিনি বলেন, ‘ভিসেরা রিপোর্টে আমরা যেটা পেয়েছি এটি তার (ডা. রাজন) কার্ডিওমায়োপ্যাথি। স্বাভাবিক মৃত্যু।’

এ প্রসঙ্গে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, ‘আমার বিভাগীয় প্রধান আমাকে জানিয়েছেন তার মায়োকার্ডিয়াল ইনফেকশনে মৃত্যু হয়েছে, যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলি।’

অবশেষে কেমিক্যাল এ্যানালাইসিস ও হিস্টোপ্যাথলজিক্যাল রিপোর্টের চূড়ান্ত ফল পাওয়ার পরে প্রমাণ হলো হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েই ডা. রাজন কর্মকারের মৃত্যু হয়েছে। এদিকে জামাতার অকাল মৃত্যুতে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও তার পুরো পরিবার যখন গভীর শোকাহত তখন ডা. রাজনের স্বাভাবিক মৃত্যুকে নিয়ে জল ঘোলা করছে একটি বিশেষ মহল।
তারা খাদ্যমন্ত্রী ও তার পরিবারকে হেয় প্রতিপন্ন করতে ডা. রাজনের মৃত্যুকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্ঠা করে। চক্রটি ষড়যন্ত্র করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক সংবাদ প্রচার করে। তখন বেশ কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়ও এ নিয়ে কিছু নেতিবাচক সংবাদ প্রকাশ হয়।

উল্লেখ্য, ১৬ মার্চ রাত ৩টা ৪৫ মিনিটের দিকে ডা. রাজন কর্মকার হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে স্কয়ার হাসপাতালের জারুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান জানান, রাত পৌনে চারটার দিকে পরিবারের সদস্যরা ডা. রাজনকে হাসপাতালে নিয়ে আসেন। তাকে পরীক্ষা-নিরীক্ষা করার পর লাইফের কোনো সাইন পাওয়া যায়নি। তার শরীরে কোনো জখমের চিহ্ন ছিল না। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.