ভারতের সয়নি, তাই বিশ্ব ঘৃণিত একাদশে মুশফিকের নাম

110

ক্রিকেট বিশ্বে ব্যাট কিংবা বল হাতে মাঠ মাতিয়ে সম্মান কুড়িয়ে নেন ক্রিকেটাররা। ফলে দর্শকদের কাছে ভালোবাসা যেমনি পেয়ে থাকেন তেমনি মুদ্রার উল্টো পিঠও দেখে থাকেন নানা কারণে। বিভিন্ন  বাজে কাজের জন্য সমালোচিত হয়েও থাকেন ক্রিকেটাররা।

এবার সেই সমালোচিত ক্রিকেটারদের নিয়ে ভারতের ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকট্রেকার করেছে ঘৃণিত একাদশ। যেখানে বাংলাদেশ থেকে রয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের নাম। আছেন একাধিক ভারতীয় ক্রিকেটারও।

এক নজরে দেখে নেয়া যাক ক্রিকট্রেকারের করা বিশ্বের ঘৃণিত একাদশ

১. সালমান বাট: পাকিস্তানের এই ওপেনার ব্যাটসম্যান ২০১০ সালে পুরো ক্রিকেট বিশ্বে ঘৃণার পাত্র হয়েই ছিলেন স্পট ফিক্সিংয়ের মত কলঙ্কিত কাজের জন্য।

২. জেসি রাইডার: নিউজিল্যান্ডের এই ক্রিকেটার মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা তো ঘটিয়েছেনই সেটাকে কেন্দ্র করে আবার মারামারি বাধিয়ে নিজের ক্যারিয়ারের অস্তিত্ব বিলীন করে দিয়েছেন তিনি।

৩. রিকি পন্টিং: ভারতের বিপক্ষে সবসময়ে প্রতিভার সাক্ষর রাখা সাবেক এই অজি অধিয়ানক ২০০৯ সালে সিডনি টেস্টে আম্পায়ার সাথে অসদাচরণ করার জন্য ক্রিকেট বিশ্বে নিন্দার পাত্র হয়েই ছিলেন লম্বা সময় ধরে।

৪. গ্রেট চ্যাপেল: সাবেক এই অজি অধিনায়ক ১৯৮১ সালে ফাইনাল ম্যাচে তার ছোটভাই ট্রেভর চ্যাপেলকে দিয়ে আন্ডারয়ার্ম বল করিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দু ছিলেন।

৫. মোহাম্মদ আজাহারউদ্দিন: ভারতীয় এই ক্রিকেটার অভিনেত্রী সঙ্গীতা বিজলিকে বিয়ে করে একাধিক সম্পর্কে জড়িয়ে সমালোচনার পাত্র হয়েছিলেন। আর ২০০০ সালে স্পট ফিক্সিং হল তার ক্যারিয়ারের সবচেয়ে কলঙ্কিত অধ্যায়।

৬. মাইকেল ক্লার্ক: ২০১৫ বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক ২০০৭-০৮ সালে ভারতের বিপক্ষে ম্যাচে সাধারণ বিষয় নিয়ে শচীন টেন্ডুলকার এবং শেবাগের সাথে বাকবিতণ্ডায় জড়ালে ভারতীয় দর্শকদের কাছে ঘৃণার পাত্র হন তিনি।

৭. মুশফিকুর রহিম: ২০১৬ টি-২০ বিশ্বকাপে ভারত দল উইন্ডিজের কাছে হারলে মুশফিকুর রহিম তার সত্যায়িত ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করে আনন্দ উদযাপন করেছিলেন। যা গায়ে সয়নি ভারতীয় সমর্থকদের।

৮. শ্রীশান্ত: ভারতীয় এই পেসারের ক্যারিয়ারে ইতি টেনে দিয়েছে এক ফিক্সিং কাণ্ড। ২০১৩ সালে এমন কাণ্ডের জন্য আজীবন নিষিদ্ধ হয়েছেন তিনি।

৯. রবি চন্দ্রন অশ্বিন: আইপিএলের ১২তম আসরে জস বাটলারকে মানকাডিং আউটের ফাঁদে ফেলে আউট করার পর পুরো ক্রিকেট বিশ্বে বয়ে যায় সমালোচনার ঝড়। সেই ঝড় আর সামাল দিতে পারেননি এই স্পিনার।

১০. মোহাম্মদ আসিফ: পাকিস্তানি এই পেসার ২০১০ সালে স্পট ফিক্সিংয়ে জড়িত ছিলেন। ফলে এমন ঘৃণ্য কাজের জন্যই তাকে রাখা হয়েছে এই তালিকায়।

১১. শেন ওয়ার্ন: অস্ট্রেলিয়ার স্পিন যাদুকর শেন ওয়ার্ন সমালোচনার ত্রে বিদ্ধ হয়েছেন বহু বার। ২০০৩ সালে মাদক গ্রহণ করে নিষিদ্ধ হওয়া, যৌন হয়রানি করা, বুকির সঙ্গে তার সম্পর্ক সহ ধুমপানের ছবি তোলায় কয়েকজন যুবককে মারধরের ঘটনাও ঘটান তিনি।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.