বোরকা পরা নারী ভোটারদের তল্লাশির দাবি বিজেপির

225

ভোটকেন্দ্রে বোরকা পরা নারী ভোটারদের তল্লাশি করতে ভারতের পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচনী কর্মকর্তার (সিইও) কাছে দাবি জানিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। শুক্রবার রাজ্য বিজেপির একটি প্রতিনিধি দল সিইও-র সঙ্গে দেখা করে তাদের এই দাবির কথা জানিয়েছে। রোববার ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ ধাপের ভোটগ্রহণকে সামনে বিজেপি এই দাবি জানিয়েছে।

বিজেপির ওই প্রতিনিধি দলের দাবি অনুযায়ী ভোটকেন্দ্রে মোতায়েন থাকা নারী কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ ফোর্স (সিএপিএফ)-র সদস্যদের দ্বারা বোরকা পরা ভোটারদের তল্লাশি করতে হবে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত ভোটকেন্দ্রগুলো এই তল্লাশির ব্যাপারে জোর দাবি জানিয়েছে বিজেপি।

বিজেপির সর্বভারতীয় সম্পাদক ও উত্তর কলকাতায় বিজেপির প্রার্থী রাহুল সিনহা বলেন, বিভিন্ন এলাকায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভোটকেন্দ্র রয়েছে এবং এসব জায়গায় বোরকা পরে পুরুষদের ভোট দেয়ার নজির রয়েছে। আমি সিইও-কে বলেছি পশ্চিমবঙ্গে এমনটা দেখা যাচ্ছে। তাই আমরা নারী সিএপিএফ সদস্যদের ভোটকেন্দ্রে মোতায়েন করার দাবি জানিয়েছি; যাতে ভোটাররা যথাযথ চেকিংয়ের পর ভোটকেন্দ্রে ঢুকতে পারে।

বিজেপির এই নেতা বলেন, একজন নারীকে ভালোভাবে তল্লাশি করা একজন পুরুষ কর্মকর্তার জন্য কঠিন। বামদের ৩৪ বছরের শাসনামলে অনুষ্ঠিত নির্বাচনগুলোতে এ ধরণের অনিয়ম খুব স্বাভাবিক ছিল।

উল্লেখ্য, সপ্তম ও শেষ ধাপের নির্বাচনে যে ৫৯টি আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সেগুলোর মধ্যে নয়টিই পশ্চিমবঙ্গের। আর রোববারের এই ভোটাভুটির মধ্য দিয়ে শেষ হবে ভারতের লোকসভা নির্বাচন।

আরও পড়ুন

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Comments are closed.