বেগমগঞ্জে নারীর শ্লীলতাহানির প্রতিবাদে চাটখিলে বিভিন্ন সংগঠনের মানববন্ধন

123

বেগমগঞ্জে নারীর শ্লীলতাহানির প্রতিবাদে চাটখিলে বিভিন্ন সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আজ দুপুর ১২টায় বিভিন্ন সামাজিক সংগঠন উদ্যোগে শান্তি পূর্ণ মিছিল সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। চাটখিল বাজারের প্রধান সড়কে হতে শ্লোগান দিয়ে সামাজিক সংগঠন ও ছাত্র জনতা উপজেলা মাঠে একত্রিত হয়ে শান্তি পূর্ণ মানববন্ধন করেন এবং প্রতিবাদে ১ মিনিট নিরবতা পালন করেন।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন সেচ্ছাসেবী প্যানেল অব চাটখিল, শ্রীনগর রক্তবন্ধু ব্লাড ডোনেট ক্লাব, সোসাইটি সার্ভিস এন্ড ফ্রেন্ডস গ্রুপ, আকাশ ছোঁয়া ব্লাড ডোনেট ক্লাব, বদলকোট মানব কল্যাণ ও রক্তদান ক্লাব, কাঁকড়া পাড়া যুব সংঘ ও সমাজ কল্যাণ পরিষদ, সবুজ বাংলাদেশ, স্টুডেন্ট’স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বদলকোটসহ বেশ কয়েকটি সামাজিক সংগঠন ও ছাত্র জনতা।

এ সময়ে ছাত্র জনতার হাতে ছিল প্রতিবাদী বিভিন্ন ফেস্টুন, প্লেকার্ড, ব্যানার। পরে ধর্ষকের ফাঁসি চাই দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন শেষ হয়।

আরও পড়ুন

বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিএম এর নোয়াখালী জেলার সভাপতি ডাঃ এম এ নোমান,চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মেহেদী হাছান রুবেল ভূঁইয়া।

চাটখিলে ডিয়ার ছোয়াদ এজেন্সির হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান (রুবেল ভূঁইয়া) উপস্থিত নেতৃবৃন্দকে প্রতিষ্ঠানের চলমান উন্নয়ন এবং মাঠ সম্প্রসারণের কাজ সম্পর্কে অবগত করেন এবং মাদ্রাসা ক্যাম্পাস ঘুরিয়ে দেখান।

চাটখিল কামিল মাদ্রাসার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন-এইচ এম ইব্রাহিম

মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি মো.মেহেদী হাছান রুবেল ভূঁইয়া বলেন,ঐতিহ্যবাহী চাটখিল কামিল মাদ্রাসা একটি শতবর্ষী প্রতিষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

চাটখিল কামিল মাদ্রাসা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

Comments are closed.