বহু বছরের এই প্রশ্নের হল সমাধান,, অবশেষে জানা গেলো আগে মুরগি না আগে ডিম..

260


বহু বছরের এই প্রশ্নের হল সমাধান,, অবশেষে জানা গেলো আগে মুরগি না আগে ডিম..
বহু বছর আগে থেকেই একটা পশ্ন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে যে আগে মুরগি এসেছিল না ডিম ? এই প্রশ্নের উত্তর দিতে মানুষজন খুবই মাথা খাটিয়েছেন, কিন্তু তাও এই প্রশ্নের উত্তর কোথাও পাওয়া যায়নি। এই প্রশ্নটা মানুষজনদের হয়রান করে তুলেছে।

কিন্তু এখন আর আপনাকে হয়রান হওয়ার দরকার নেই কারণ বৈজ্ঞানিকরা এই প্রশ্নের উত্তর খুঁজে বার করেছেন যে কে আগে এসেছিল ডিম না মুরগি। শেষ পর্যন্ত এই আজব প্রশ্নের উত্তর পাওয়া গেলো।

চলুন তাহলে বলি আপনাকে এর উত্তর…

প্রথমে মুরগি এসেছিল না ডিম –

আগে মুরগি এসেছিল না ডিম এই প্রশ্নটা বহু বছর ধরে আপনি এবং আমরাও খুঁজে বেড়াচ্ছি। এর উত্তর কিন্তু কেউই সঠিকভাবে আজ পর্যন্ত বার করতে পারিনি। কিন্তু শেফিল্ড এবং বারবিক ইউনিভার্সিটির বৈজ্ঞানিকরা এই প্রশ্নের উত্তর খুঁজে বের করেছেন।

সবার প্রথমে মুরগি এসেছিল –

বৈজ্ঞানিকদের মত অনুযায়ী পৃথিবীতে প্রথমে মুরগি এসেছিল। তাদের এক গবেষণা অনুযায়ী বৈজ্ঞানিকরা বলেন যে এই পৃথিবীতে সবার প্রথম মুরগির জন্ম হয়েছিল।

তারপর ডিম –

বৈজ্ঞানিকদের মত অনুযায়ী মুরগি জন্মানোর পর এবং এবোক্লাইডিন ১৭ নামক প্রোটীন থেকে ডিমের খোল তৈরি হয়। এই প্রোটিন ছাড়া ডিম এর জন্ম হওয়া পুরোপুরি মুশকিল। এবোক্লাইডিন ১৭ বা OC-১৭ নামক প্রোটীন একমাত্র মুরগির গর্ভাশয়ে পাওয়া যায়। তাছাড়া মুরগির শরীরের বাকি অংশে এই প্রোটিনটি পাওয়া খুবই দুষ্কর।

বৈজ্ঞানিক প্রমাণও আছে এই তথ্যটির –

এই রিসার্চের প্রধান বৈজ্ঞানিক কোলিন ফ্রিমেন এর ধারণা অনুযায়ী, এই তথ্যটি প্রমাণ করার জন্য বৈজ্ঞানিক প্রমাণও আছে। মুরগিদের ডিম্বাশয় থেকেই এই প্রোটিনটি তৈরি হয় এবং তার থেকেই ডিমের জন্ম হয়। ডিমের খোলাটির পরীক্ষা করে এই তথ্যটি সামনে এসেছে।

বৈজ্ঞানিকরা এর পরীক্ষা করেছেন –


যখন বৈজ্ঞানিকরা কম্পিউটার হেক্টর এর সাহায্যে ডিমের খোলাটির পরীক্ষা করেন তখন দেখেছেন খোলটি এই প্রোটিন দিয়েই তৈরি যেটি একমাত্র মুরগির গর্ভাশয়েতেই পাওয়া যায়।

মুরগি কোথা থেকে এলো ? এই প্রশ্নটার কিন্তু উত্তর আজও কারো কাছে নেই –


মুরগি কোথা থেকে এলো এবং কেমন ভাবে এলো সেই প্রশ্নটির উত্তর এই রিপোর্টে কোন জায়গাতেই লেখা নেই। এই সমন্ধে প্রফেসর জন হার্ডিং বলেন যে, এটি একটি খুবই আশ্চর্যজনক রাসায়নিক প্রক্রিয়া। ডিমের খোলা মুরগির পেটে জন্মানো একটি খুবই দুর্লভ প্রক্রিয়া।

প্রকৃতিতে ঘটে যাওয়া বিভিন্ন প্রশ্নের উত্তর আছে বিজ্ঞানের কাছে –


জন হার্ডিংএর মতে প্রকৃতিতে ঘটে যাওয়া বিভিন্ন জিনিসের প্রশ্নের উত্তর আছে বিজ্ঞানের কাছে। বিজ্ঞান থেকে সাধারণ মানুষ অনেক কিছু শিখতে পারে।

শেষ পর্যন্ত উত্তর পাওয়া গেছে –


তাহলে এরপর যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে আগে ডিম এসেছিল না মুরগি ? তাহলে আশা করি এরপর আপনি তার উত্তর ভালো করে তাদেরকে দিতে পারবেন।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে বাতাসে লাশের দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে লামচর গ্রামের সর্দার বাড়ি সংলগ্ন ডোবায় অর্ধগলিত একটি মরদেহ দেখতে পায় তারা।

চাটখিলে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বেলায়েত হোসেন আশা করেন দলীয় নেতৃবৃন্দ ও তৃণমূলের নেতাকর্মীদের সহযোগিতায় সর্বসাধারনের ভালোবাসায় তিনি বিপুল ভোটে চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

চাটখিলে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বেলায়েত এর মতবিনিময়

নোয়াখালীর চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে চাটখিল উপজেলা প্রেসক্লাবের আয়োজনে চাটখিল কামিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভুঁইয়া’র পৃষ্ঠপোষকতায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

চাটখিলে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

তিনি দেশবাসীকে মাতৃভাষায় বুঝে বুঝে কুরআন পাঠের আহ্বান জানান।

সারাদেশে অর্থসহ কুরআন পাঠ দিবস পালিত

Comments are closed.